• বিজেপি কর্মী খুনের ঘটনায় সিবিআই তলব নিয়ে সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতার উপরেই ছাড়ছেন অভিযুক্ত নেতারা
    আনন্দবাজার | ০৫ জুলাই ২০২৫
  • ২০২১ সালের ২ মে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন কাঁকুড়গাছিতে খুন হন বিজেপি কর্মী অভিজিৎ সরকার। সম্প্রতি সেই খুনের ঘটনায় তিন তৃণমূল নেতা-নেত্রী-সহ ১৮ জনের নাম চার্জশিটে যুক্ত করার পর তাঁদের তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আগামী ১৮ জুলাই তাঁদের সকলকে সিবিআইয়ের কলকাতার দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। কিন্তু ওই নেতারা আদৌ ১৮ জুলাই হাজিরা দেবেন কি না, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। তবে তৃণমূলের অভিযুক্ত নেতারা হাজিরা দেওয়া সংক্রান্ত সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী তথা দলের সর্ব্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই ছেড়ে দিচ্ছেন।

    বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল বলেন, ‘‘আমরা সিবিআইয়ের তলবে হাজিরা দেব কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।’’ পরেশ স্পষ্ট ভাবে নিজের অবস্থান জানালেও মেয়র পারিষদ (বস্তি), ৫৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, জেলা কোর কমিটির সদস্য স্বপন সমাদ্দার এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করতে নারাজ। তাঁর কথায়, ‘‘আগে সিবিআইয়ের যাবতীয় কাগজপত্র হাতে পাই। তার পর এ বিষয়ে কথা হবে।’’ অন্য দিকে, ৩০ নম্বর ওয়ার্ডের তৃণমূলর কাউন্সিলর পাপিয়া ঘোষ বলেন, ‘‘চার্জশিটে আমার নাম রয়েছে বা হাজিরার জন্য তলব করা হয়েছে, আমি এর সবটাই জেনেছি সংবাদমাধ্যম থেকে। এই সংক্রান্ত কোনও কাগজপত্র হাতে পাইনি। তাই এখনই এ বিষয়ে কোনও মন্তব্য করব না।’’ উত্তর কলকাতা জেলা তৃণমূলের একটি সূত্র জানাচ্ছে, সিবিআইয়ের হাজিরার তলবে অভিযুক্ত নেতারা আদৌ হাজিরা দেবেন কি না, সেই সিদ্ধান্ত ছেড়ে দেওয়া হয়েছে, দলের সর্ব্বোচ্চ নেত্রীর উপরেই।

    তবে উত্তর কলকাতা জেলা তৃণমূলের অন্য একটি সূত্র জানাচ্ছে, আগামী বছর বিধানসভা নির্বাচন। তার আগে তৃণমূলের সর্ববৃহৎ সমাবেশ হবে এ মাসের ২১ জুলাই। সেই কাজে এখন থেকেই তৃণমূলের উত্তর কলকাতা জেলার নেতারা ব্যস্ত হয়ে পড়েছেন। আর ২১ জুলাই যত এগিয়ে আসবে ততই ব্যস্ততা বাড়বে তাঁদের। কারণ, শহিদ দিবসের সমাবেশ আয়োজনের জন্য বড় ভূমিকা থাকে উত্তর কলকাতা জেলা তৃণমূল নেতৃত্বের। মূলত, উত্তর কলকাতা লোকসভার অধীন বিধানসভার ভিক্টোরিয়া হাউসের সামনে এই জনসভার আয়োজন করা হয়। তাই এই লোকসভা এলাকার মন্ত্রী-বিধায়ক থেকে কাউন্সিলর সকলেই ব্যস্ত হয়ে পড়েন। আর সিবিআইয়ের তালিকায় যে সকল নেতার নাম রয়েছে, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য বেলেঘাটার বিধায়ক পরেশ, মেয়র পারিষদ স্বপন এবং পাপিয়া। তাঁরা সকলেই সমাবেশের নানা দায়িত্বে থাকেন। সমাবেশ আয়োজনের ব্যস্ততার মধ্যে তাঁরা আদৌ সিবিআই দফতরে হাজিরা দিতে পারবেন কি না, সে বিষয়ে সন্দিহান তৃণমূলের উত্তর কলকাতার গুরুত্বপূর্ণ নেতারা।
  • Link to this news (আনন্দবাজার)