• নিউ টাউনে অটোয় করে গাঁজা পাচার! ২০ কেজি মাদক-সহ গ্রেফতার তিন জন
    আনন্দবাজার | ০৫ জুলাই ২০২৫
  • নিউটাউনের কারিগরি ভবনের কাছে বিপুল পরিমাণ গাঁজা-সহ তিন জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের মনিটরিং সেল এবং পোলেরহাট থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার সকালে একটি অটোকে আটক করেছিল তারা। ওই অটোর ভিতর থেকে তিনটি ব্যাগ উদ্ধার করা হয়। তার মধ্যে ছিল প্রায় কুড়ি কেজি গাঁজা।

    পুলিশ সূত্রে খবর, মাদক আনা হচ্ছিল সুদূর কোচবিহার থেকে। ভাঙড়ে ২০ কেজি গাঁজা পাচারের ছক ছিল অভিযুক্তদের। ধৃত তিন জনকেই পাচারকারী বলে মনে করছে পুলিশ। পুলিশের এক কর্তা জানান, পাচারকারীরা নিউটাউনের কারিগরি ভবনের পিছনে পাঁচুড়িয়া এলাকার একটি বাড়িতে গাঁজা ‘ডেলিভারি’ দিতে যাচ্ছিল। পাচারচক্রের সদস্যেরা ১৫ হাজার টাকার বিনিময়ে এই মাদক সরবরাহের কাজ করতেন বলে জানা গিয়েছে।

    জানা যাচ্ছে, ধৃত তিন জনের মধ্যে এক জন এই রুটের অটোচালক। বাকি দু’জন কোচবিহারের বাসিন্দা এবং সেখান থেকে তাঁরা দীর্ঘ দিন ধরে মাদক পাচারের কাজ করছিলেন। পুলিশ জানিয়েছে, ওই মাদক মূলত ভাঙড় এবং তার আশপাশের অঞ্চলে সরবরাহ করা হত।

    ধৃতদের পোলেরহাট থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান, এর পিছনে আরও বড় কোনও মাদকচক্র জড়িত থাকতে পারে। সেই সূত্র ধরে তদন্ত চালানো হচ্ছে। কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের মনিটরিং সেল জানিয়েছে, শহরের প্রান্তবর্তী এলাকায় বেআইনি মাদক পাচারের উপর নজরদারি আরও জোরদার করা হয়েছে। গাঁজা পাচারের ঘটনার সঙ্গে আরও কারা জড়িত, তা জানার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনার পরে নিউ টাউন এবং তার আশপাশ এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)