আরও দু’বছর ইস্টবেঙ্গলেই থাকছেন শৌভিক, বঙ্গসন্তানের চুক্তি বাড়িয়ে নিল লাল-হলুদ
আনন্দবাজার | ০৫ জুলাই ২০২৫
ইস্টবেঙ্গলের সঙ্গে নতুন করে দু’বছর চুক্তি করলেন শৌভিক চক্রবর্তী। শনিবার এক বিবৃতিতে এ কথা ঘোষণা করা হয়েছে। আরও দু’বছর লাল-হলুদ জার্সিতে খেলবেন শৌভিক। ২০২৬-২৭ মরসুম পর্যন্ত ইস্টবেঙ্গলে থাকবেন।
২০২২-এ হায়দরাবাদ থেকে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছিলেন শৌভিক। তখন থেকেই দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি। লাল-হলুদের হয়ে ৬৫টি ম্যাচে ৪৬০১ মিনিট খেলেছেন। একটি করে গোল এবং অ্যাসিস্ট রয়েছে। গত মরসুমে লাল-হলুদের হয়ে ২৮টি ম্যাচ খেলেছেন শৌভিক। মোট ২১৪৯ মিনিট মাঠে ছিল। এএফসি চ্যালেঞ্জ লিগে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে গোল করেছেন। মাঝমাঠে ইস্টবেঙ্গলের অন্যতম সেরা অস্ত্র তিনি।
ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজ়ো বলেছেন, “শৌভিকের চুক্তি বাড়িয়ে নিয়ে আমরা একটা প্রতিভাকেই শুধু ধরে রাখলাম না, এই ক্লাবের প্রতি ওর দায়বদ্ধতাকেও সম্মান জানালাম। মাঠ এবং মাঠের বাইরে ইস্টবেঙ্গলের সম্মান রক্ষা করার ব্যাপারে সবার আগে থাকে ও। সতীর্থদের থেকে কী ভাবে সমীহ আদায় করে নিতে হয় সেটা ও জানে।”
নতুন চুক্তিতে সই করে শৌভিক বলেছেন, “গত তিন বছর ইস্টবেঙ্গলের হয়ে খেলা আমার জীবনের একটা গর্বের সময়। সুপার কাপ জিতেছি। অনেক স্মৃতি তৈরি করেছি। পরের দুটো মরসুমে সেই পারফরম্যান্স ছাপিয়ে যাওয়ার চেষ্টা করব। ইস্টবেঙ্গলকে আরও সাফল্য এনে দিতে চাই।”