সাত সকালে পূর্ব মেদিনীপুরে চাঞ্চল্য। রবিবার সকালে খাল থেকে উদ্ধার হলো এক মহিলার দেহ। স্থানীয় সূত্রের খবর, এ দিন সকালে নন্দীগ্রাম দু’নম্বর ব্লকের মঙ্গলচকের হিজলি টাইডাল ক্যানেলের খালের জলে মহিলার দেহ ভাসতে দেখা যায়। স্থানীয়রাই প্রথমে তা দেখতে পান। এর পরে তাঁরা নন্দীগ্রাম থানার পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খাল থেকে দেহ উদ্ধারের কাজ শুরু করেছে। পুলিশ সূত্রের খবর, এখনও পর্যন্ত ওই মহিলার পরিচয় জানা যায়নি।
জন্মদিনে দলাই লামাকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিব্বতের বৌদ্ধ ধর্মাবলম্বীদের আধ্যাত্মিক গুরু ৯০ বছরে পা দিলেন। রবিবার তাঁকে ভালোবাসা এবং ধৈর্যের প্রতীক বললেন মোদী।
শনিবার সন্ধ্যায় বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক বৃদ্ধ দম্পতি। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর স্টেশন চত্বর এলাকার। সূত্রের খবর, ঘটনাটি স্থানীয়দের নজরে আসতে তাঁরা পুলিশে খবর দেয়। পুলিশ তাঁদের উদ্ধার করে দ্রুত বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। বৃদ্ধার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
পশ্চিম আফ্রিকার ঘানা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ত্রিনিদাদ এবং টোবাগো সফর শেষে শনিবার আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেইয়ের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর্জেন্টিনা সফর শেষে এ বার দু’দিনের ব্রাজ়িলের ‘ব্রিকস’ সম্মেলনে যোগ দেবেন মোদী। ব্রাজ়িলের রিও ডি জেনেইরোতে রবিবার থেকে শুরু হচ্ছে ‘ব্রিকস’ সম্মেলন। রবিবারই এই সম্মেলনে যোগ দেবেন মোদী।
জোড়া অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে রবিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, এবং বীরভূম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় সোমবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে।