• খালের জলে ভাসছে মহিলার দেহ, চাঞ্চল্য নন্দীগ্রামে
    এই সময় | ০৬ জুলাই ২০২৫
  • সাত সকালে পূর্ব মেদিনীপুরে চাঞ্চল্য। রবিবার সকালে খাল থেকে উদ্ধার হলো এক মহিলার দেহ। স্থানীয় সূত্রের খবর, এ দিন সকালে নন্দীগ্রাম-২ ব্লকের মঙ্গলচকের হিজলি টাইডাল ক্যানালের জলে মহিলার দেহ ভাসতে দেখা যায়। স্থানীয়রাই প্রথমে তা দেখতে পান। এর পরে তাঁরা নন্দীগ্রাম থানার পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খাল থেকে দেহ উদ্ধারের কাজ শুরু করেছে। পুলিশ সূত্রের খবর, এখনও পর্যন্ত ওই মহিলার পরিচয় জানা যায়নি।

    স্থানীয় সূত্রের খবর, কয়েকজন প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। তাঁরা দেখেন, খালের জলে কিছু একটা ভেসে রয়েছে। কাছে যেতেই বুঝতে পারেন জলের মধ্যে ভাসছে এক মহিলার দেহ। তা দেখার পরেই স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন।

    স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই মহিলার বয়স ২৯-৩০ বছর হবে। স্থানীয় বাসিন্দা সনাতন দেবনাথ বলেন, ‘পুলিশ খাল থেকে দেহ উদ্ধার না করা অবধি আমরা ওই মহিলার মুখ ঠিকমতো দেখতে পাচ্ছি না। দেখলে হয়তো তাঁর পরিচয় বলতে পারব।’ পুলিশ দেহ উদ্ধারের পাশাপাশি মহিলার পরিচয় জানার চেষ্টা করছে।

  • Link to this news (এই সময়)