• আজ কলকাতায় বৃষ্টির পূর্বাভাস, আর যা জানাল আবহাওয়া দপ্তর...
    বর্তমান | ০৬ জুলাই ২০২৫
  • কলকাতা: আজ, রবিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বশেষ পূর্বাভাসে এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতায় এদিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শহরের আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির আশেপাশে থাকবে।

    গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত হয়েছে ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। শনিবার সকাল সাড়ে ছ’টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ০.২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

    আজ দুই ২৪ পরগণা, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি। সেইসঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
  • Link to this news (বর্তমান)