• বন্ধুদের সঙ্গে বচসা, যুবককে পিটিয়ে খুনের অভিযোগ, শোরগোল বেহালায়
    এই সময় | ০৬ জুলাই ২০২৫
  • রবিবার সাতসকালে শহরে মর্মান্তিক ঘটনা। বেহালার সখেরবাজারের সুপারমার্কেটের সামনে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল তিন যুবক এবং এক ব্যক্তির বিরুদ্ধে। এ দিন সকাল সাড়ে ৬টা নাগাদ ঘটনাটি ঘটে। মৃতের নাম বাপি হালদার। ইতিমধ্যেই অভিযুক্ত চার জনকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে তিন যুবক বাপির বন্ধু বলে জানা গিয়েছে। কী কারণে মারধর করা হলো বাপিকে? নেপথ্যে কি পুরোনো শত্রুতা? উঠছে প্রশ্ন। 

    পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে তিন বন্ধুর সঙ্গে বাড়ি থেকে বেরিয়েছিলেন বাপি। রাতভর তাঁরা মদ্যপান করেন। বেহালার সখেরবাজারের সুপারমার্কেটের সামনে বসার বেশ কিছু জায়গা রয়েছে। রবিবার ভোরে সেখানে বসেও মদ্যপান করেন তাঁরা, প্রাথমিক ভাবে জানা গিয়েছে এমনটাই। এ দিন সকাল সাড়ে ৬টার দিকে তাঁদের মধ্যে বচসা বাধে। এর পরে তিন জন মিলে বাপিকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ।  এই তিন জনের মধ্যে একজন ফোন করে তাঁর বাবাকে ডাকেন বলে জানা যাচ্ছে। এর পরে তিনিও বাপিকে মারধর করেন বলে অভিযোগ। 

    সকালে দোকান খুলতে গিয়ে ওই যুবককে অচৈতন্য অবস্থায় দেখেন স্থানীয় ব্যবসায়ীরা। তাঁকে তড়িঘড়ি বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক বাপিকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় তীব্র শোরগোল এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ়। মূল চার অভিযুক্তকে আটক করেছে পুলিশ। কেন হঠাৎ বাপির উপরে চড়াও হলেন ওই চার জন? নেপথ্যে কি পুরনো শত্রুতা? সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। 

  • Link to this news (এই সময়)