নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর ২৪ পরগনা জেলার পানিহাটির আজাদ হিন্দ নগরে গৃহবধূর দেহ উদ্ধার ঘিরে রবিবার উত্তেজনা ছড়াল। পলাতক মৃতার স্বামী। এটি খুনের ঘটনা বলে দাবি পরিবারের। অভিযোগের আঙুল উঠেছে মৃতার স্বামীর দিকে। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
মৃত গৃহবধূর নাম প্রিয়াঙ্কা নাথ (২৬)। তাঁর স্বামীর নাম শ্রীকান্ত নাথ। গৃহবধূর দুই হাতের শিরা কাটা ছিল বলে জানা গিয়েছে। প্রিয়াঙ্কার বাপের বাড়ির অভিযোগ, খুন করে স্বামী চম্পট দিয়েছে। প্রাথমিকভাবে পুলিস জানতে পেরেছে, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। তার জেরে এই খুন হয়ে থাকতে পারে বলে তদন্তকারীদের প্রাথমিক অনুমান। ঘোলা থানার পুলিস দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বাড়িটি সিল করে দেওয়া হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের জন্য অপেক্ষা করছেন তদন্তকারীরা। তার পরে স্পষ্ট হবে মৃত্যুর প্রকৃত কারণ।
মৃত গৃহবধূ প্রিয়াঙ্কা নাথের দাদা বলেন, ‘বোনকে আগেও মারধর করা হয়েছে। অশান্তির জন্য ওকে বাড়িতে এনে রেখেছিলাম। বোনের শ্বশুর এসে অনেক অনুরোধ করে ওকে নিয়ে গিয়েছিল। তারপর এই ঘটনা। আমরা ওদের কঠোর সাজা চাই।’