• ড্রাইভিং শিখতে গিয়ে বিপত্তি, পুকুরে পড়ল গাড়ি, তার পর…
    এই সময় | ০৭ জুলাই ২০২৫
  • চুঁচুড়ার সতীন সেন স্কুলের পাশের রাস্তা দিয়ে যাচ্ছিল স্টিল রঙের গাড়িটি। পাড়ার রাস্তায় গতি কমই ছিল গাড়িটির। হঠাৎই নিয়ন্ত্রণ হারিরে গাড়িটি পাশেই একটি পুকুরের দিকে এগিয়ে যায়। গাড়ির সামনের অংশটি পুকুরের দিকেই ঝুঁকে গিয়ে ঝুলতে থাকে। ঘটনায় হতচকিত হয়ে যান পাড়ার বাসিন্দারা। হলোটা কী? রবিবার বিকেলে এই ঘটনায় হইচই পড়ে যায় গোটা এলাকায়। গাড়ির দুই যাত্রী সুস্থ আছেন বলে জানা গিয়েছে।

    স্থানীয় সূত্রে খবর, গাড়ির মালিকের নাম সুনীল সাধু। এলাকার বাসিন্দাদের দাবি, গাড়ির চালকের আসনে ছিলেন তাঁর স্ত্রী। সুনীল স্ত্রীকে গাড়ি চালানো শেখাচ্ছিলেন বলে অনেকের দাবি। সেই সময়েই বিপত্তি ঘটে।

    যদিও সুনীল সাধুর দাবি, তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। তাঁর কথায়, ‘একটি সাইকেল সামনে এসে যাওয়ায় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে যায়। রাস্তা থেকে গাড়ি পুকুরের দিকে চলে যায়। বাঁধানো পুকুরে গাড়ির সামনের দিকটা জলে ঝুঁকে পরে জলে ডুবে যায়।’ সুনীল সাধু ও তাঁর স্ত্রী কোনওমতে দরজা খুলে গাড়ি থেকে বেরিয়ে আসেন। পরে স্থানীয়রাই একটি ক্রেন ডেকে আনেন। ঘটনায় হইচই পড়ে যায় এলাকায়। তবে স্থানীয়দের দাবি, একটুর জন্য বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছেন ওই দম্পতি।

    রবিবার পূর্ব মেদিনীপুর জেলার খেজুরিতেও পর্যটকদের একটি গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হয়। রবিবার সকালে পর্যটকদের একটি গাড়ি হিজলির সমুদ্রের পাড় ধরে যাচ্ছিল। সেই সময়েই বালিতে আটকে যায় গাড়ি। এ দিকে জোয়ার আসায় বিপদে পড়েন গাড়ির যাত্রীরা। ছুটে আসেন স্থানীয়রা। পরে খেজুরির তালপাটি কোস্টাল থানায় খবর দেওয়া হলে ট্রাক্টরের সাহায্যে গাড়িটিকে সরানো হয়। কোস্টাল থানার ওসি চন্দ্রকান্ত সাঁসমল বলেন, ‘চণ্ডীপুরের একটি পর্যটকের গাড়ি হিজলির সমুদ্রপাড়ে বালিতে আটকে যায়। গাড়িটিকে উদ্ধার করা গিয়েছে। পর্যটকেরা বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন।’

  • Link to this news (এই সময়)