• শ্যামাপ্রসাদের জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য মমতার,হাতজোড় করলেন কেষ্ট মণ্ডলও!লিখলেন কী?
    হিন্দুস্তান টাইমস | ০৭ জুলাই ২০২৫
  • শ্যামাপ্রসাদ মুখোপাধ্য়ায়ের জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য বাংলার মুখ্য়মন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শ্যামাপ্রসাদের ছবি পোস্ট করে তিনি জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন।

    সেই পোস্টে দেখা যাচ্ছে শ্যামাপ্রসাদের একটি ছবি পোস্ট করেছেন তিনি। তার নীচে নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ছবি। ওপরে লেখা রয়েছে, ‘ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্য়ায়ের জন্মদিবসে বিনম্র শ্রদ্ধার্ঘ্য।’ এদিকে এই ছবি পোস্ট করার পরেই নেটপাড়ায় কার্যত ঝড় উঠেছে। নানা ধরনের চর্চা চলছে এই ছবিকে ঘিরে।

    একজন লিখেছেন, দুই বিপরীত চিন্তাবিদ। অপর একজন লিখেছেন, আরএসএসের দুটি টিম, বিজেপি ও তৃণমূল। অপর এক নেটিজেন লিখেছেন, বহুদিন পর পশ্চিমবঙ্গের সৃষ্টিকর্তা বাঙালি হিন্দুদের হোমল্য়ান্ড তৈরির রূপকার ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। ‘যাইহোক দেরিতে হলেও শুভবুদ্ধির উদয় হয়েছেন।’ লিখেছেন এক নেটিজেন।

    তবে কেবলমাত্র তৃণমূল নেত্রী নন, বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলও শ্যামাপ্রসাদ মুখোপাধ্য়ায়ের জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন। সেখানে দেখা যাচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্য়ায়ের ছবির নীচেই রয়েছে অনুব্রত মণ্ডলের জোড়হাত করা ছবি। আর উপরে ক্যাপশনে লেখা ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্য়ায়ের জন্মজয়ন্তীতে জানাই আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। এই পোস্ট দেখে এক নেটিজেন লিখেছেন, কবে জয়েনিং আছে? অপর একজন লিখেছেন, ওয়েলকাম টু বিজেপি।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)