• বিহার থেকে এসে করণদিঘিতে অপারেশন, ভরদুপুরে লুটের চেষ্টা, ব্যবসায়ীকে ছুরি, চাঞ্চল্য
    বর্তমান | ০৭ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: ক্রাইম থ্রিলারকে হার মানাবে করণদিঘি বিলাসপুরে দুষ্কৃতী হামলার ঘটনা। রবিবার ভরদুপুরে ১২ নম্বর জাতীয় সড়ক ঘেঁষা রেজাউল হক নামে এক কাঠ ব্যবসায়ীর বাড়িতে হামলা চালায় ১০ সশস্ত্র দুষ্কৃতী। টাকা পয়সা না পেয়ে বাড়ির মালিককে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। বাধা দিতে গেলে তাঁর স্ত্রী, পুত্র এবং কন্যাকেও বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। তবে, শেষপর্যন্ত দলটি অপারেশনে সফল হয়নি। ব্যবসায়ী ও পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে দুষ্কৃতীদের কয়েকজন পালায়। বাকিদের ধরে পুলিসের হাতে তুলে দেন স্থানীয়রা। একইসঙ্গে নিরাপত্তা নিয়েও উঠেছে প্রশ্ন। পরিবারের চারজনকে দ্রুত রায়গঞ্জ মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁরা চিকিত্সাধীন।

    এ প্রসঙ্গে রায়গঞ্জের পুলিস সুপার সানা আখতারের বক্তব্য, প্রাথমিকভাবে মনে হচ্ছে কয়েকজন দুষ্কৃতী হামলার চেষ্টা চালিয়েছে। তবে লুটের উদ্দেশ্যে, নাকি অন্য কারণে এই ঘটনা, সেটা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। ব্যবসায়ীর বাড়িতে কি কারণে হামলা, তদন্ত করছে করণদিঘি থানা। 

    ভরদুপুরে আলতাপুর-২ গ্রাম পঞ্চায়েতের বিলাসপুর হাটে ১২ নম্বর জাতীয় সড়কের পাশেই বাড়ি কাঠ ব্যবসায়ী রেজাউলের। নীচতলায় কাঠ, প্লাইয়ের দোকান। দোতলায় রেজাউল তাঁর মা রাজিয়া বেগম (৬৫), স্ত্রী হোসনেরা খাতুন (৩৫), ছেলে রিয়াজ আলি (১৩), মেয়ে রিয়া পরভিনদের (১৯) নিয়ে বছরখানেক বসবাস করেন। জাতীয় সড়ক লাগোয়া এই বাড়ির দেড় থেকে দু’কিমির মধ্যে বিহারের সীমানা। আক্রান্ত রেজাউল ও তাঁর আত্মীয় মহম্মদ হোসেন, আশিক আলমের দাবি, বিহার থেকে ১০ দুষ্কৃতী ধারালো ছুরি, আগ্নেয়াস্ত্র নিয়ে পাঁচটি বাইকে চেপে লুটের উদ্দেশ্যেই রেজাউলের বাড়ি ও দোকানের উপর চড়াও হয়। পাঁচজন গোটা অপারেশন চালায়। বাকিরা রাস্তায় দাঁড়িয়ে বাইরে নজর রাখছিল। গোটা ঘটনাটিতে বিহারের দুষ্কৃতী দল জড়িত। বেশকিছু ফুটেজ বাড়িতে লাগানো পাঁচটিরও বেশি সিসি ক্যামেরায় বন্দি হয়েছে। 

    আক্রান্ত রেজাউলের দাবি, এদিন দুপুরে দুষ্কৃতীরা বাড়ির নীচতলায় দোকানে চড়াও হয়। ড্রয়ার খুলে টাকা লুটের চেষ্টা করে। বাধা দিতে গেলে আমাকে মারধর করে। এলোপাথাড়ি ছুরি চালায়। এদিকে এসব ঘটনা টের পেয়ে পরিবারের কয়েকজন নীচে নেমে আসে। ওই দলটি তখন ওদের উপরও চড়াও হয়। স্ত্রী, ছেলেমেয়েদের মারধর করেছে দুষ্কৃতীরা। আমার অনুমান, ডাকাতির উদ্দেশ্যে এসেছিল।  এই বাড়িতেই হামলা চালায় দুুষ্কৃতীরা। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)