• সাপ্টিবাড়িতে বাইসনের দাপাদাপি, জখম ৫
    বর্তমান | ০৭ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: অত্যুৎসাহের খেসারত! গ্রামে ঢুকে পড়া বাইসন দেখতে এসে গুঁতো খেয়ে জখম পাঁচ। ঘটনাটি ময়নাগুড়ির ব্লকের সাপ্টিবাড়ির বারোঘড়িয়ার। রবিবার ভোরে সাপ্টিবাড়ি-২ গ্রাম পঞ্চায়েত এলাকার ঢুকে পড়ে দু’টি বাইসন। বিভিন্ন গ্রামে দাপিয়ে বেড়ায় সেগুলি। ‌‌উৎসুক জনতা বাইসন দেখতে রাস্তায় চলে আসে। এতে ভয় পেয়ে বাইসন দু’টি উদভ্রান্তের মতো ছোটাছুটি করে। বাইসনের গুঁতোয় আহত হন পাঁচজন। খবর পেয়ে ঘটনাস্থলে টিম নিয়ে উপস্থিত হয় বনদপ্তর। একটি বাইসনকে সাপ্টিবাড়িতেই ঘুমপাড়ানি গুলি করে কাবু করেন বনকর্মীরা। অপর বাইসনটিকে সুটুঙ্গা নদী পেরিয়ে কোচবিহার জেলার মেখলিগঞ্জে ঢুকে পড়ে। বনদপ্তর জানিয়েছে, ওই বাইসনটিকেও ঘুমপাড়ানি গুলি করে কাবু করা হয়েছে। 

    রবিবার হঠাৎই সাপ্টিবাড়ির বিভিন্ন গ্রাম ঘুরে বারোঘড়িয়ায় চলে আসে বাইসন দু’টি। সাতসকালে গ্রামে বাইসন আসার খবর চাউর হয়ে যায়। কৌতূহলী লোকজন ঘুম থেকে উঠেই সে দু’টিকে দেখতে বাইরে বাইরে বের হয়। কাতারে কাতারে লোক রাস্তায় নামতেই বাইসন দু’টি ছোটাছুটি শুরু করে। কেউ কেউ মোবাইলের ক্যামেরায় বন্যপ্রাণী দু’টির ছবি বন্দি করেন। 

    স্থানীয় বাসিন্দা গৌতম রায় বলেন, রবিবার সকালে ঠাকুরদা বিষ্ণু রায় জমিতে কাজ করছিলেন। সেই সময় একটি বাইসন চলে আসে। ঠাকুরদা প্রথমে ষাঁড়  ভেবেছিলেন। বাইসনটি তাঁর বুকে আঘাত করে। তিনি জলপাইগুড়ির হাসপাতালে ভর্তি। অপর বাসিন্দা যোগীরথ বর্মন বলেন, বাড়ির সামনেই দাঁড়িয়েছিলাম। দেখি বাইসন দু’টি পাট খেতে ঢুকেছে। হঠাৎই একটি বাইসন তেড়ে আসে আমাদের দিকে। কোনওক্রমে পালাই। তবে জ্যাঠাকে গুঁতো দেওয়ায় তিনি জখম হয়েছেন। সুটুঙ্গা নদীর পেরিয়ে একটি বাইসন মেখলিগঞ্জের দিকে গিয়ে সেখানেও কয়েকজনকে জখম করে। 

    গোরুমারা বন্যপ্রাণ বিভাগের এডিএফও রাজীব দে বলেন, বাইসন দু’টি কোন জঙ্গল থেকে লোকালয়ে এসেছিল, বোঝা যাচ্ছে না। দু’টিকেই ঘুমপাড়ানি গুলিতে কাবু করে গোরুমারায় নিয়ে আসা হয়েছে। 
  • Link to this news (বর্তমান)