• তেলেঙ্গানায় ফ্যাক্টরিতে বিস্ফোরণ, প্রাণ গেল তপনের এক যুবকের
    বর্তমান | ০৭ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, তপন: তেলেঙ্গানার একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারালেন দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের আউটিনা গ্রাম পঞ্চায়েতের পারিলা কাশীকুড়ি গ্রামের যুবক শুভদীপ সরকার (২৪)। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার ওই রাজ্যের একটি কেমিক্যাল কারখানায় আচমকা ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। সেখানেই কর্মরত ছিলেন শুভদীপ। শনিবার মধ্যরাতে তাঁর দেহ গ্রামের বাড়িতে এসে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন মা-বাবা ও পরিবারের সদস্যরা।

    বছর পাঁচেক আগে তেলেঙ্গানায় পাড়ি দিয়েছিলেন শুভদীপ। পড়াশোনা শেষ করে সংসারের হাল ধরতে অল্প বয়সে কাজে নেমে পড়েন তিনি। শুভদীপের উপার্জনের উপর অনেকটাই নির্ভর করত তাঁর পরিবার। বাবা কৃষিকাজ করেন। মা গৃহবধূ। আর ছোট ভাই এখনও পড়াশোনা করছেন। পরিবারে শুভদীপই ছিল একমাত্র স্থায়ী উপার্জনের উৎস। বাড়ির নির্মাণকাজও শুরু করেছিলেন শুভদীপ। বিয়ের পরিকল্পনাও চলছিল জোরকদমে। পরিবারের তরফে ইতিমধ্যে পাত্রী দেখা শুরু হয়ে গিয়েছিল।

    দুর্ঘটনার দিন সকালে শুভদীপ ফোন করেছিলেন বাড়িতে। তবে দুর্ভাগ্যবশত, তখন বাড়ির কেউ ফোনের কাছে ছিলেন না। তাই তাঁর সঙ্গে পরিবারের আর শেষবারের মতো কথা বলা হয়ে ওঠেনি। 

    শুভদীপের ভাই সুরজিৎ সরকার বলেন, দুর্ঘটনার আগের রাতে দাদা মায়ের সঙ্গে কথা বলেছিল। জানিয়েছিল, ভালোই আছে। কিন্তু সকালে ফোন করে। কিন্তু আমরা ফোন ধরতে পারিনি। 

    এরপরই দুর্ঘটনার খবর এল। ভাবতেই পারছি না, দাদা আর নেই। সব শেষ হয়ে গেল এক নিমেষে।

    শেষবার দুর্গাপুজোর সময় বাড়ি এসেছিলেন শুভদীপ। শনিবার তাঁর দেহ এল কফিনবন্দি হয়ে। 
  • Link to this news (বর্তমান)