• পর্যটনের স্বার্থে সিঙ্গাবাদ রেলস্টেশন থেকে যাত্রী পরিষেবা চালুর দাবি
    বর্তমান | ০৭ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, হবিবপুর: ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী হবিবপুর ব্লকের সিঙ্গাবাদ রেলস্টেশন থেকে যাত্রী পরিষেবা চালুর দাবি স্থানীয়দের। যাত্রী পরিষেবা চালু হলে এলাকায় ব্যবসা-বাণিজ্যের উন্নতি হবে। ব্রিটিশ আমলের বিভিন্ন স্মৃতি বিজড়িত এলাকা দর্শনেও পর্যটকদের ভিড় বাড়বে বলে দাবি বাসিন্দাদের। 

    দেশভাগের আগে সিঙ্গাবাদ রেল স্টেশনের মাধ্যমে দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ ছিল। এই রুটে ট্রেন চলাচল হতো। বর্তমানে এটি ভারতবর্ষের শেষ রেলস্টেশন হিসেবেও পরিচিত। 

    সিঙ্গাবাদ রেলস্টেশন সেসময় দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ রেলস্টেশন হিসেবে পরিচিত ছিল। দেশভাগের পর রেলপথ অন্যত্র সম্প্রসারণ হওয়ায় এই স্টেশন কৌলিন্য হারিয়ে ফেলে। এখন শুধুমাত্র পণ্যবাহী ট্রেন বাংলাদেশে যায় এই স্টেশন দিয়ে।

    এলাকাবাসীর দাবি, বহু স্মৃতি জড়িয়ে রয়েছে এই রেল স্টেশনের সঙ্গে। কিন্তু সংস্কারের অভাবে ধুঁকছে স্টেশনটি। এনিয়ে আক্ষেপ এলাকার প্রবীণ নাগরিকদের। এলাকার বাসিন্দা তথা অবসরপ্রাপ্ত শিক্ষক জগন্নাথ সরকারের কথায়, ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় এই স্টেশনে প্রথম ভারতীয়রা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন। বহু নিদর্শন এখনও স্টেশন চত্বরে রয়েছে। এখান থেকে যাত্রী পরিষেবা চালু হলে অনেকে সেগুলি দেখার সুযোগ পাবেন। তাছাড়া হবিবপুরের নানা বিখ্যাত জিনিস পর্যটকরা দেখার সুযোগ পাবেন।

    এশিয়া মহাদেশের তৃতীয় বৃহত্তম এবং ভারতবর্ষের বৃহত্তম হিজল বন এই এলাকাতেই রয়েছে। বর্ষায় নৌকায় চেপে এই বন ঘুরে দেখতে পারেন পর্যটকরা। ইতিমধ্যে পুরাতন মালদহের কোর্ট স্টেশন থেকে একাধিক লোকাল ট্রেন চলাচল শুরু হয়েছে। স্টেশনকে নতুন রূপে সাজিয়ে তোলা হচ্ছে সেখানে। বাসিন্দাদের দাবি, লোকাল ট্রেনগুলি এক স্টেশন পিছিয়ে সিঙ্গাবাদ থেকে ছাড়লে এখানকার অনেক উন্নতি ঘটবে। হবিবপুর ব্লকের মানুষেরও যাতায়াতে সুবিধা হবে। 

    স্থানীয় বাসিন্দা ধনঞ্জয় ঘোষ জানান, জেলার বিভিন্ন এলাকায় হবিবপুরের সাধারণ মানুষকে যাওয়া-আসা করতে হয়। সিঙ্গাবাদ থেকে লোকাল ট্রেন চালু হলে খুব তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছনো যাবে। বাণিজ্যিকভাবেও এলাকার অনেক উন্নতি হবে। এবিষয়ে রেলের এক আধিকারিক বলেন, যাত্রী পরিষেবা চালুর জন্য রেললাইন সম্প্রসারণের বিষয়ে সরকারিভাবে অর্থ বরাদ্দ হয়েছিল। তবে এখনও কাজ শুরু হয়নি। প্রক্রিয়ায় রয়েছে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)