• ডেপুটি মেয়রের ওয়ার্ডে মহিলার ব্যাগ ছিনতাই, শিলিগুড়ি শহর কার্যত চোর, ছিনতাইবাজদের ডেরা, উদ্বেগ
    বর্তমান | ০৭ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়ি শহরে কার্যত চোর, ছিনতাইবাজদের ডেরা হয়ে উঠেছে। মহিলাদের সফ্ট টার্গেট করে ছিনতাই করা হচ্ছে হাতের ব্যাগ, গলার সোনার চেন। আবার কোথাও ব্যাগ কেটে মোবাইল ফোন চুরি হয়ে যাচ্ছে। একের পর এক ঘটনায় শহরের মহিলাদের একাংশ উদ্বেগে রয়েছেন। 

    তাঁরা পুলিসের বাড়তি নজরদারির দাবি করেছেন। রবিবার রাতে পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকারের ১৫ নম্বর ওয়ার্ডে এক মহিলার ব্যাগ ছিনতাই করে পালায় দুই দুষ্কৃতী। ব্যাগে থাকা ২০ হাজার টাকা, আধার এবং প্যান কার্ড সহ একাধিক নথি নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। হাকিমপাড়ার কামাখ্যা মোড় এলাকায় ঘটনাটি ঘটে। 

    জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা অনীতা দাস ফিজিওথেরাপিস্টের কাজ করেন। প্রতি রবিবার তিনি পারিশ্রমিক নেন রোগীদের কাছ থেকে। এদিনও ২০ হাজার টাকা এবং অন্যান্য সামগ্রী ব্যাগে ভরে আপন মনে তিনি যাচ্ছিলেন। সেই সময় স্কুটারে চেপে দুই দুষ্কৃতী এসে ছোঁ মেরে ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। সেই সময় সেখানে উপস্থিত থাকা এক ব্যক্তি এবং ওই মহিলা স্কুটারের পিছু নিলেও তারা পালিয়ে যায়। এরপর খবর দেওয়া হয় শিলিগুড়ি থানার পুলিসকে। পুলিস এসে ঘটনার তদন্ত শুরু করেছে।

    অন্যদিকে, শনিবার শহরের শক্তিগড় এলাকায় রথের মেলা দেখতে গিয়েছিলেন লেকটাউনের বাসিন্দা অলোকা পাল এবং পোড়াঝাড়ের বাসিন্দা সুপ্রিয়া ব্যাপারী। অভিযোগ, দুই মহিলা যখন মঠে ঢুকে প্রণাম করছিলেন, সেই সময় ভিড়ের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা তাঁদের ব্যাগ কেটে মোবাইল চুরি করে পালিয়ে যায়। ঘটনার পরেই সেখানে উপস্থিত পুলিসকে তাঁরা বিষয়টি জানান। এরপর তাঁরা এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

    শহরে বারবার এমন ঘটনা ঘটলেও পুলিসের নজরদারিতে খামতি রয়েছে বলে প্রশ্ন তুলছে ওয়াকিবহাল মহল। যদিও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের শীর্ষ আধিকারিকদের দাবি, যেকোনও মূল্যে শহরে অপরাধ দমন করার জন্য তাঁরা নিত্যদিন কাজ করে চলেছেন। এবিষয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পূর্ব) রাকেশ সিং বলেন, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই অপরাধীদের গ্রেপ্তার করতে পেরেছি। যে’কটি অভিযোগ জমা পড়ছে, তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করা হবে।
  • Link to this news (বর্তমান)