• ক্লাসরুমে ছাত্রীকে মার ছাত্রের, শীতলকুচিতে ব্যাপক শোরগোল
    বর্তমান | ০৭ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, মাথাভাঙা ও শীতলকুচি: ক্লাসরুমে এক ছাত্রীকে মারধর করছে এক ছাত্র। বেশ কয়েকবার গলাও টিপে ধরে ছাত্রীর। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়েছে শীতলকুচিতে। ঘটনাটি ডাকঘড়া হাইস্কুলের। তবে সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’। স্কুলের তরফে অবশ্য এই ধরনের ঘটনার কথা স্বীকার করা হয়েছে।  স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি নজরে আসার পরই ওই ছাত্র এবং ছাত্রীর অভিভাবকদের নিয়ে আলোচনা করা হয়। ছাত্রকে সর্তক করা হয়েছে। যদিও স্কুলের ভূমিকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে নেটিজেনরা। পড়ুয়াদের নিরাপত্তার বিষয়টি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার ডাকঘড়া হাইস্কুলের নবম শ্রেণির এক ছাত্র ক্লাসরুমে আচমকা এক ছাত্রীকে ধাক্কা মারে। পর মুহূর্তে তার গলাটিপে বেঞ্চের উপর চেপে ধরে। পরক্ষণেই ছাত্রী নিজেকে ছাড়িয়ে নেয়। তাতেও ক্ষান্ত হয়নি ছাত্রটি। ফের ছাত্রীটির উপর চড়াও হয় সে। ভিডিওতে দেখা যায় ক্লাসে সেই সময়ে বেশ কয়েকজন পড়ুয়া বসে আছে। ওই ছাত্রীকে বাঁচাতে এগিয়ে আসেনি কেউই। সহপাঠীদের কেউ এই ঘটনার ভিডিও করে। ছাত্রীর পরিবার ভিডিও দেখার পর স্কুলের প্রধান শিক্ষককে নালিশ করে। গত শনিবার বিদ্যালয়ের তরফে অভিভাবকদের ডেকে স্কুলে আলোচনা হয়। সেখানে ছাত্রকে সর্তক করা হয়। ডাকঘড়া হাইস্কুলের প্রধান শিক্ষক প্রণয় বর্মন বলেন, বিষয়টি নজরে আসার পর দুই পক্ষের অভিভাবকদের নিয়ে বসে আলোচনা করে মিটিয়ে নেওয়া হয়েছে। ছাত্রের বাবাও ছিল সেখানে। ছেলেটি ভুল স্বীকার করেছে। 

     ফুলবাড়িতে জানালার গ্রিল ভেঙে চুরি: জানালার গ্রিল ভেঙে চুরির ঘটনা ঘটল ফুলবাড়ির পূর্ব ধনতলা এলাকায়। নগদ ৭০ হাজার টাকা সহ নানা সামগ্রী নিয়ে চম্পট দেয় চোরের দল। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে এলাকার বাসিন্দা মমিনুল হক বাড়ির সকলকে নিয়ে শিলিগুড়ি সংলগ্ন শান্তিপাড়ায় রথের মেলায় দোকান দিয়েছিলেন। দোকান বন্ধ করে রাত ১টা নাগাদ তাঁরা বাড়ি ফেরেন। ঘরের সদর দরজা ঠিকঠাক থাকলেও ভিতরে ঢুকতেই নজরে পড়ে সমস্ত জিনিস এলোমেলো ভাবে পড়ে রয়েছে। দেখা যায় ঘরের পিছনের জানালার গ্রিল ভাঙা ও আলমারি খোলা অবস্থায় রয়েছে। রবিবার সকালে ঘটনাস্থলে পৌঁছয় নিউ জলপাইগুড়ি থানার পুলিস। 
  • Link to this news (বর্তমান)