• কোচবিহারে আজ শয়ানে যাবেন ছোট মদনমোহন
    বর্তমান | ০৭ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: মদনমোহনের রথযাত্রার সময় তিনি সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। মদনমোহন মাসির বাড়ি থেকে ফেরার পর তিনি নিজের আসনে ফিরে গিয়েছেন। এবার তিনি শয়ানে যাবেন। আজ, সোমবার কোচবিহারের মদনমোহন মন্দিরের ছোট মদনমোহন বা ছোট বাবা শয়ানে যাবেন। এক-দুই দিনের জন্য নয়, টানা ১১৮ দিন তিনি শয়ানে থাকবেন। তাঁর জন্য ইতিমধ্যেই মাথার নতুন বালিশ, কোল বালিশ, লেপ, তোষক, গায়ে দেওয়ার চাদর চলে এসেছে। আজ বিশেষ পুজো হবে। পুজো শেষে ছোট বাবাকে শয়ান দেওয়া হবে। তিনি উঠবেন রাসযাত্রার তিনদিন আগে উত্থান একাদশীর দিন। এই দীর্ঘ সময়ে তাঁকে একাধিকবার পার্শ্ব পরিবর্তন করানোর রীতি রয়েছে। 

    কোচবিহারের মহকুমা শাসক কুণাল বন্দ্যোপাধ্যায় বলেন, রীতি অনুযায়ী ছোট মদনমদনমোহন শয়ানে যাবেন। তারজন্য সবরকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। 

    কোচবিহারের মহারাজাদের প্রতিষ্ঠিত মদনমোহন মন্দিরে প্রতিবছরই নিয়ম করে রথযাত্রা হয়। একশোরও বেশি বছর পর মদনমোহনের নতুন রথ নির্মাণ হয়েছে এবার। সেই রথে চেপেই এবার মদনমোহন মাসিরবাড়ি গিয়েছিলেন। তিনি যখন মাসিরবাড়ি ছিলেন তখন ছোট বাবা সিংহাসনে ছিলেন। এটাই রাজআমলের রীতি। সেই রীতি মেনেই এবারও ছোট মদনমোহন সিংহাসনে অধিষ্ঠান করেছিলেন। প্রাচীন রীতি মেনেই এবার তিনি শয়ানে যাবেন। 

     ফাইল চিত্র।
  • Link to this news (বর্তমান)