• সম্পত্তি লিখে না দেওয়ায় আক্রোশ, মাথা থেঁতলে বৃদ্ধা মাকে খুন ছেলের
    বর্তমান | ০৭ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, জঙ্গিপুর: সত্তরোর্ধ্ব ঘুমন্ত মাকে ইট দিয়ে থেঁতলে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। শনিবার রাতে যা নিয়ে চাঞ্চল্য ছড়ায় সূতির কাশিমনগরে। পুলিস জানিয়েছে মৃতার নাম আরমানি বিবি (৭৭)। তাঁর বাড়ি সূতি থানার কাশিমনগর গ্রামের স্কুলপাড়ায়। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে মর্গে পাঠিয়েছে। সম্প্রতি ছোট মেয়েকে কিছু জমি লিখে দেন বৃদ্ধা। আবাস যোজনায় ঘরের টাকাও পেয়েছিলেন মৃতা আরমানি বিবি। অভিযোগ, সেই টাকা হাতাতে চেয়েছিল ছেলে। টাকা না পাওয়ার রাগে সে মাকে খুন করে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত মংলু শেখ। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস। অভিযুক্তের কঠোর শাস্তি দাবি জানিয়েছে আরমানির আত্মীয় পরিজনরা।

    সূতি থানার পুলিস জানিয়েছে, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তের খোঁজ চলছে।

    শনিবার রাতে আরমানি বিবি দুই নাতনিকে নিয়ে ঘরে শুয়েছিলেন। অভিযোগ, দুই মেয়েকে মায়ের কাছ থেকে ঘরে ডেকে নেয় মংলু। কিছুক্ষণ পর বৃদ্ধা ঘুমিয়ে পড়লে চুপিসারে মায়ের ঘরে ঢুকে থান ইট দিয়ে আচমকা মায়ের মাথায় আঘাত করে। বৃদ্ধার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। তখন মংলু বাড়ি থেকে পালিয়ে যায়। রক্তে ভিজে যায় বিছানাপত্র। বৃদ্ধার মাথা থেকে তখন ফিনকি দিয়ে রক্ত বেরচ্ছিল। স্থানীয় লোকজন বৃদ্ধাকে উদ্ধার করে স্থানীয় মহেশাইল হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক সেখানেই বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন। 

    জানা গিয়েছে, বৃদ্ধার এক ছেলে ও দুই মেয়ে। বছর দু'য়েক আগে ছোট মেয়ের বিয়ে দেন। বিয়েতে মেয়েকে একটি সোনার হার দেওয়া কথা ছিল। হার দিতে অপারগ হওয়ায় বৃদ্ধা সম্প্রতি তাঁর ছোট মেয়েকে কয়েক শতক জমি লিখে দেন। পরে তা জানতে পেরেই মায়ের উপর খেপে যায় মংলু। বৃদ্ধা আবাস যোজনায় প্রথম কিস্তির ৬০ হাজার টাকাও পেয়েছিলেন। তা থেকে ৩০ হাজার ভাগ নেয় মংলু। কিন্তু তার দাবি ছিল, পুরো টাকাই তাকে দিতে হবে। বৃদ্ধা তাতে রাজি হননি। টাকা না পাওয়ার রাগেই সে মাকে খুন করে বলে স্থানীয়দের অভিযোগ।

    মৃত বৃদ্ধার বোনঝি সুমেরা বিবি বলেন, মাসি লোকের বাড়ি থেকে চেয়েচিন্তে খাবার দিয়ে এসে খেত। মংলু তাঁকে দেখত না। জমিটা ছোট মেয়েকে লিখে দেয় মাসি। তাতেই ওর রাগ হয়। মাসির কাছে কিছু টাকাও ছিল, সেটাও ও নিতে চেয়েছিল। না পাওয়ায় মাসিকে ইট দিয়ে মেরে খুন করে। ওর কঠোর সাজা হোক। 
  • Link to this news (বর্তমান)