• জয় শ্রীরাম বলার পরও তৃণমূল বুথ সভাপতির ছেলেকে মারধর নাকাশিপাড়ায়, ধৃত ১
    বর্তমান | ০৭ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: শনিবার রাতে নাকাশিপাড়ার বেথুয়াডহরি এলাকায় বেশ কয়েকজন সংখ্যালঘু সম্প্রদায়ের যুবককে জোর করে জয় শ্রীরাম বলানো হল। ওই যুবকরা তা বলার পরও তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ। ওখানে থাকা তৃণমূলের বুথ সভাপতির ছেলেকে ছুরি দিয়ে আঘাতও করা হয়। এই ঘটনায় নাকাশিপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিস ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম সৌরভ মণ্ডল। তার বাড়ি পাটিকাবাড়ি এলাকায়। রবিবার ধৃতকে কৃষ্ণনগর আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় নাকাশিপাড়ার পাটিকাবাড়ির চ্যাঙা এলাকার তৃণমূল বুথ সভাপতি কালু শেখের ছেলে আশিক শেখ বন্ধুদের নিয়ে বেথুয়াডহরি রেলস্টেশন সংলগ্ন দোকানে মোবাইল ঠিক করাতে এসেছিলেন। ফেরার সময় স্থানীয় একটি অটো স্ট্যান্ডের কাছে কয়েকজন তাঁদের আটকায়। আশিক ও তাঁর বন্ধুদের অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করা হয়। তাঁদের জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়। ধৃত যুবক আশিক শেখের পেটে ছুরি দিয়ে আঘাতও করে। খবর পেয়ে পুলিস সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয়। জখম যুবককে বেথুয়াডহরি স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করে। যদিও একাংশের দাবি, তারা ওখানে মেয়েদের টিজ করছিল। তার প্রতিবাদ করেছিল সৌরভরা। 

    জখম যুবক আশিক শেখ বলেন, শনিবার রাত সাড়ে ৮টার দিকে আমরা বেথুয়াডহরি এসেছিলাম মোবাইল সারানোর জন্য। বাড়ি যাওয়ার পথে ১৫-২০জন আমাদের আটকে জয় শ্রীরাম বলতে বলে। মারধর করে। আমাকে একজন ছুরি দিয়ে আঘাত করে। ওখানে ভয়ে আমরা জয় শ্রীরাম বলেছিলাম। রাজনৈতিক মহল মনে করেন, এই ঘটনার জন্য বিজেপির বিভেদের রাজনীতি অন্যতম কারণ।  কৃষ্ণনগর সাংগঠনিক জেলার তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি লিলুফার হোসেন বলেন, এই ঘটনাটি খুবই নিন্দনীয়। বিজেপি মানুষের মধ্যে যেভাবে ধর্মের নামে বিষ ছড়াচ্ছে, এটা তারই প্রতিফলন। কৃষ্ণনগর সাংগঠনিক জেলার বিজেপির মুখপাত্র সন্দীপ মজুমদার বলেন, কিছু যুবক ওই এলাকায় মেয়েদের টিজ করছিল। তারই প্রতিবাদ করেছিল ওই যুবকরা।  শ্রী রামের নাম নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।
  • Link to this news (বর্তমান)