নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ইকো পার্ক থানা এলাকার একটি আবাসনের সামনে থেকে বাইক চুরির ঘটনা ঘটল। এক ব্যক্তি তাঁর বন্ধুর বাইক নিয়ে হেলাবটতলা এলাকার একটি আবাসনে অন্য বন্ধুর কাছে গিয়েছিলেন। বাইকটি আবাসনের সামনে রাস্তার ধারে ছিল। সেখান থেকেই দুই দুষ্কৃতী নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। সিসি ক্যামেরার ফুটেজে চুরির ঘটনা দেখা গিয়েছে। ওই ব্যক্তি গত শুক্রবার ইকোপার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।