• সল্টলেকের শপিং মলে চুরি
    বর্তমান | ০৭ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সল্টলেকের একটি শপিং মলে ফের চুরির ঘটনা ঘটল। এ নিয়ে শুক্রবার মল কর্তৃপক্ষ বিধাননগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ, ওইদিন দুই মহিলা মলে ঢুকেছিলেন। তাঁদের গতিবিধি ছিল সন্দেহজনক। কেনাকাটা করার পর তাঁরা যখন বের হচ্ছিলেন, তখন সিকিউরিটি চেকিংয়ে ধরা পড়ে চকোলেট, কফি, মধু সহ ১৭ হাজার টাকার জিনিসপত্র নিয়ে পালাচ্ছেন তাঁরা। দু’জনকে পুলিসের হাতে তুলে দেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)