পুরীতে হোটেল বুক করতে গিয়ে প্রতারিত সল্টলেকের বাসিন্দা
বর্তমান | ০৭ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: অনলাইনে পুরীতে হোটেল বুক করতে গিয়ে প্রতারণার শিকার সল্টলেকের এক বাসিন্দা। তিনি একটি নামী হোটেলের ওয়েবসাইটে সার্চ করেছিলেন। তারপর তাঁর কাছে ম্যানেজার পরিচয় দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন একজন। এরপর ১৯ হাজার ৯৭৬ টাকা ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্টও করেন প্রতারিত। তারপর তিনি দেখতে পান, রুমটির মোট ভাড়া ১৬ হাজার ৯৭৬ টাকা। তিনি তিন হাজার টাকা অতিরিক্ত পেমেন্ট করে ফেলেছেন। এরপর ওই হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে টাকাটি ফেরত চান তিনি। তখন ম্যানেজার পরিচয় দেওয়া ব্যক্তি ১৬ হাজার ৯৭৬ টাকা পেমেন্ট করতে বলেন। প্রতারিত আগের টাকা ফেরত চান। তারপরও ১৬ হাজার ৯৭৬ টাকা দু’ভাগে দিতে বলা হয়। তখনই প্রতারিত বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। শুক্রবার বিধাননগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। কিছুদিন আগেই সল্টলেকের এক ব্যক্তি একইভাবে প্রতারিত হয়েছিলেন।