নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সল্টলেক সেক্টর ফাইভ এলাকায় একটি পানশালার বাইরে আক্রান্ত হলেন দুই তরুণ-তরুণী। অভিযোগ, একদল মদ্যপ যুবক তাঁদের মারধর করেছে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দেড়টা থেকে দু’টোর মধ্যে ঘটনাটি ঘটে। ওই যুগল পার্কিং লট থেকে গাড়ি বের করার সময় একদল যুবকের মুখোমুখি হন। তারা তরুণীকে লক্ষ্য করে অশালীন মন্তব্য করলে মহিলার সঙ্গী প্রতিবাদ করেন। সে থেকে বচসা শুরু। তরুণীর সঙ্গীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে রবিবার সন্ধ্যা পর্যন্ত এ সংক্রান্ত কোনও অভিযোগ দায়ের হয়নি বলে জানা গিয়েছে।