• গাড়ি চালকদের চোখ পরীক্ষা করাল পুলিস
    বর্তমান | ০৭ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: দৃষ্টিশক্তি তীক্ষ্ণ না কম? সন্ধ্যা হলে কী সমস্যা আরও বাড়ে? পথ নিরাপত্তা সপ্তাহে চালকদের চোখ পরীক্ষা করাল পুলিস। নিউটাউন ট্রাফিক গার্ড এবং ইকোপার্ক সাব ট্রাফিক গার্ড যৌথভাবে অটো, টোটো সহ বিভিন্ন গাড়ি চালকদের ইকোপার্কের ট্রাফিক গার্ড অফিসে চোখ পরীক্ষার ব্যবস্থা করেছিল। যাঁদের চশমার প্রয়োজন তাঁদের কিছুক্ষণের মধ্যে চশমা দেওয়া হয়েছে। পাশাপাশি ইসিজি করানোর ব্যবস্থাও ছিল। বিধাননগরের ডিসি ট্রাফিক নিরা নরবু ভুটিয়া, ডিসি নিউটাউন মানব সিংলা সহ উপস্থিত ছিলেন অনেকে। পুলিসের দাবি, যাত্রী সুরক্ষার কথা ভেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। চালকদের সঙ্গে তাঁদের পরিবারের সদস্যদেরও চোখ পরীক্ষা হয়েছে। পথ নিরাপত্তা সপ্তাহে রাজারহাট ট্রাফিক গার্ডের উদ্যোগে ই-কমার্স ডেলিভারি বয়দের সচেতন করার কাজ হয়েছে। নারায়ণপুরেও একই উদ্যোগ নিয়েছিল পুলিস। বাগুইআটিতে অটোচালকদের নিয়ে সচেতনতা শিবির হয়েছে। সল্টলেকে বিধাননগর ট্রাফিক গার্ডের উদ্যোগে বিশেষ র‌্যালি এবং পথ নিরাপত্তা ইস্যুতে পথসভা হয়। নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)