নিকাশির কাজের পর বেহাল রাস্তা, মেরামতির সময় বেঁধে দিলেন মেয়র
বর্তমান | ০৭ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরের নিকাশি ব্যবস্থার মানোন্নয়নের কাজ চলছে দীর্ঘদিন ধরে। এর ফলে বৃষ্টিতে জল-কাদায় ভরে যাচ্ছে রাস্তাঘাট। নতুন নিকাশি পাইপলাইন পাতার পর রাস্তা মেরামতি না করার কারণেই এই অবস্থা। প্যাচপ্যাচে কাদা পেরিয়ে যাতায়াতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা। চায়না টাউনের বাসিন্দারা এই সমস্যায় ভুক্তভোগী। কারণ, এই কারণে সাউথ ট্যাংরা রোডের অবস্থা বেহাল। অভিযোগ পেয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। আগামী ২০ থেকে ২৫ দিনের মধ্যে নতুন রাস্তা করে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। শহরের অনেক জায়গায় এই ধরনের পরিস্থিতি নিয়ে মেয়র নিজেও অসন্তোষ প্রকাশ করেন। তাঁর কথায়, ‘কাজের পর রাস্তায় গর্ত থেকে যাচ্ছে। মেরামতি দ্রুত হচ্ছে না। এই গড়িমসির জন্য ভুগতে হচ্ছে আম জনতাকে।
সাউথ ট্যাংরা রোড চায়না টাউনের ভিতরে থাকা অন্যতম গুরুত্বপূর্ণ একটি রাস্তা। এই রাস্তার নীচে পুরনো ছোট নিকাশি ছিল। বর্তমানে সেখানে বড় বড় নিকাশি পাইপ পাতা হয়েছে। পুরনো নিকাশি ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই জল জমত এলাকায়। এই অঞ্চলের অনেক রাস্তার পাশে ছিল খোলা নর্দমা। ফলে গোটা অঞ্চলেই ধাপে ধাপে নতুন পাইপলাইন পাতা হয়েছে মাটির নীচে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভূগর্ভস্থ নালা তৈরির পর রাস্তা মেরামত না করে দীর্ঘদিন ফেলে রাখা হচ্ছে। এমনিতেই রাস্তার অবস্থা খারাপ ছিল। এর মধ্যে বর্ষা এসে পড়ায় খানাখন্দ আর জল-কাদায় ভরে গিয়েছে রাস্তা। সম্প্রতি ওই অঞ্চলের এক বাসিন্দা ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে এনিয়ে অভিযোগ করেন। তা শুনেই অসন্তোষ প্রকাশ করেন মেয়র। পুরসভার সড়ক বিভাগের আধিকারিকদের কাছে জানতে চান, কত দিনের মধ্যে রাস্তা তৈরি করে দেওয়া সম্ভব। আধিকারিকরা জানান, বৃষ্টির মধ্যে কাজ করতে কিছু অসুবিধা হয়। এক মাসের মধ্যে রাস্তা ঠিক করে দেওয়া হবে। মেয়র নির্দেশ দেন, এসব কাজ ফেলে রাখবেন না। মানুষের ভোগান্তি হয়। ২০-২৫ দিনের মধ্যে ওই রাস্তা যেন ঠিক হয়ে যায়। স্থানীয় ৫৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা পুরসভার শিক্ষা বিভাগের মেয়র পারিষদ সন্দীপন সাহা বলেন, ‘ওই অঞ্চলে বেশিরভাগ জায়গায় ভূগর্ভস্থ নিকাশিনালা ছিলই না। এখন গোটা ব্যবস্থারই মানোন্নয়ন হয়েছে। রাস্তাও ঠিক হয়ে যাবে।’ - নিজস্ব চিত্র