• মুখ্যমন্ত্রীর ছবি সহ ২১ জুলাইয়ের পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠল গরফা ও হেস্টিংসে
    বর্তমান | ০৭ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাতের অন্ধকারে ছেঁড়া হল একুশে জুলাইয়ের ব্যানার। অভিযোগ, মুখ্যমন্ত্রীর ছবিও ছেঁড়া হয়েছে। ইএম বাইপাস থেকে প্রিন্স আনোয়ার শাহ রোড যাওয়ার পথে মণ্ডলপাড়ায় এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় গরফা থানায় ডেপুটেশন দিয়ে অভিযোগ দায়ের করেছেন ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অরিজিৎ দাস ঠাকুর। স্থানীয় সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে শনিবার মধ্যরাতে মণ্ডলপাড়া সাদা কালীবাড়ি মন্দিরের ব্রিজে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ একটি বড় ব্যানার লাগানো হয়েছিল। আলো দিয়ে তা সাজানো ছিল। মাঝরাতে কেউ বা কারা সেটি ছিঁড়ে দেয় বলে অভিযোগ। মুখ্যমন্ত্রীর ছবিও ফালাফালা করা হয়েছে। এলাকার তৃণমূল কর্মীরা অভিযোগের আঙুল তুলেছেন বিজেপি ও সিপিএমের দিকে। গরফা থানায় অভিযোগ দায়ের করেন এলাকার কাউন্সিলার অরিজিৎ দাস ঠাকুর সহ তৃণমূলের নেতা-কর্মীরা। অরিজিৎবাবু বলেন, ‘রবিবার সকালে দলের কর্মীরাই এসে ব্যানার ছেঁড়ার কথা জানান। তারপর ব্রিজে এসে দেখি, ব্যানারটি ছেঁড়া। আশপাশের বাড়ি থেকে সিসি ক্যামেরার ফুটেজ খোঁজা শুরু হয়। এরমধ্যেই একটি বাড়ি থেকে ফুটেজ পাওয়া যায়। তাতে দেখা যাচ্ছে, কয়েকজন যুবক রাতের অন্ধকারে ওই ব্যানারগুলি ছিঁড়ছে। গরফা থানায় ডেপুটেশন দিয়ে বলেছি, অভিযুক্তদের বিরুদ্ধে যেন উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়। এই ওয়ার্ডে আগে কখনও এমন ঘটনা ঘটেনি। আমাদের সন্দেহ, বিজেপি ও সিপিএম এই নোংরা কালচার এখানে আমদানি করার চেষ্টা করছে। এলাকার মানুষ এসব মেনে নেবেন না। সিসি ক্যামেরার ফুটেজ থানায় জমা দেওয়া হয়েছে। তবে, শুধু ওই ব্রিজে নয়। ওই ওয়ার্ডের আরও একটি রাস্তায় মুখ্যমন্ত্রীর ছবি লাগানো ২১ জুলাইয়ের পোস্টার ছেঁড়া হয়েছে বলে অভিযোগ। হেস্টিংস থানার অন্তর্গত ডি এল খান রোডেও একই ঘটনা ঘটেছে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, এক ফুটপাতবাসী মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া পোস্টার ছিঁড়ছেন। পুলিস তাকে আটক করেছে। নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)