নিজস্ব প্রতিনিধি, বারাসত: বৃষ্টিতে জলবন্দি দশায় বাদুড়িয়ার শায়েস্তানগর ২ নম্বর পঞ্চায়েতের বেশ কিছু এলাকা। প্রতিবাদে শনিবার সকালে বিক্ষোভ হয় এলাকায়। বাসিন্দাদের সমস্যা দেখতে গিয়ে ‘আক্রান্ত’ হন পঞ্চায়েত প্রধান। পাল্টা এদিন রাতেই বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মী-সমর্থকরা।
শায়েস্তানগর ২ পঞ্চায়েত এলাকায় জলযন্ত্রণা দীর্ঘদিনের। বেহাল নিকাশি ব্যবস্থা মেরামতের দাবি পঞ্চায়েত দপ্তরকে জানিয়েও কোনও সুরাহা হয়নি। তাই সেই দাবিতে শনিবার সকালে পঞ্চায়েত অফিসে গিয়ে বিক্ষোভ ও বসিরহাট-সংগ্রামপুর রোড অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এরপর পঞ্চায়েত প্রধান প্রকাশ সর্দার ঘটনাস্থলে এলে তাঁকে ঘিরেও চলে বিক্ষোভ। কিন্তু প্রধানকে ঘিরে কেন বিক্ষোভ হল, এই অভিযোগ তুলে শনিবার রাতে তৃণমূলের কর্মী সমর্থকরা রাস্তা অবরোধ করেন। বিক্ষোভকারী আনিসুর মল্লিক ও আরমান হোসেন বলেন, প্রধানকে হেনস্তা করা হয়েছে। আমরা দোষীদের গ্রেপ্তারের দাবিতে এদিন বিক্ষোভ দেখাই। এনিয়ে শায়েস্তানগর ২ পঞ্চায়েতের প্রধান প্রকাশ সর্দার বলেন, রাস্তা অবরোধ কেন করেছে জানি না। আমি জানা মাত্রই অবরোধ তুলে নিতে বলি। এদিন সকালে আমার সঙ্গে যাঁরা দুর্ব্যবহার করেছেন, তাঁদের শাস্তি চাই। তবে স্থানীয় বাসিন্দাদের একাংশ বলছেন, মানুষের অসুবিধা হবে বলে উল্লেখ করে তৃণমূল বিক্ষোভ, অবরোধ বা ধর্মঘটের বিরোধিতা করে। কিন্তু, তারাই রাতে গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করল। নিজস্ব চিত্র