যানজট এবং দুর্ঘটনা ঠেকাতে ১১৭ নম্বর জাতীয় সড়কের সম্প্রসারণ হবে
বর্তমান | ০৭ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ১১৭ নম্বর জাতীয় সড়কের মূল সমস্যা হল দুর্ঘটনা এবং যানজট। অভিযোগ, রাস্তা চওড়া না হওয়ার ফলেই এমনটা হচ্ছে এখানে। তাই কোন কোন এলাকা দুর্ঘটনাপ্রবণ, আবার কোথায় যানজট বেশি হচ্ছে, তা চিহ্নিত করে ডায়মন্ডহারবার পুলিস জেলার ট্রাফিক বিভাগ। সেই তালিকা প্রশাসনের কাছে পাঠানোও হয়। তারপরই ঠিক হয়েছে এই জাতীয় সড়কের সম্প্রসারণ করা হবে। পুলিস জেলার নির্দেশ করা ১৪টি জায়গায় রাস্তা চওড়া করা হবে বলে জানা গিয়েছে। পুলিস জেলার এক কর্তা বলেন, কেন্দ্রীয় পিডব্লুডি কর্তৃপক্ষ চিঠি দিয়ে জানিয়েছে যে, তারা শীঘ্রই এই কাজে হাত দেবে। অন্তত ৩০ মিটার করে চওড়া হবে রাস্তা।
পৈলান থেকে হটুগঞ্জ পর্যন্ত প্রায় ৪৪ কিলোমিটার রাস্তার মধ্যে খরিবেড়িয়া, ধানকল, আমতলা, কপাটহাট, গাছতলা, বুনরহাট, বঙ্গনগর, শিরকল ইত্যাদি জায়গাকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়েছে। ট্রাফিক পুলিসের মতে, এর মধ্যে বেশ কিছু ব্ল্যাক স্পট আছে, কিছু আবার ঘিঞ্জি এলাকা আছে, যেখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এছাড়া যানজটের সমস্যা তো আছেই। তাই এইসব জায়গায় রাস্তা সম্প্রসারণ করা ছাড়া দ্বিতীয় বিকল্প নেই বলেই অভিমত পুলিসের। রাস্তা চওড়া করতে গেলে কিছু জায়গায় জবরদখল সরাতে হবে, আবার কোথাও ভাঙা পড়বে দোকানঘর। যেমন ডায়মন্ডহারবার ঢোকার মুখে বেশ কিছু ঘর ভাঙা হয়েছে। এছাড়াও বেশ কিছু সরকারি জমিও আছে রাস্তার ধারে। সড়ক চওড়া করতে সেসবও ব্যবহার করা হবে।
এক আধিকারিক বলেন, রাস্তা চওড়া হলে অনেক সমস্যা মিটবে। বড় বড় ট্রেলার বা লরি অনেক সময় জায়গার অভাবে পিছনের গাড়িকে সাইড দিতে পারে না। সেটা এবার হবে না। এতে গাড়ির লম্বা লাইন হবে না রাস্তায়। ডায়মন্ডহারবার থেকে কলকাতা যাওয়ার এটি অন্যতম রাস্তা। তাই এর গুরুত্ব অপরিসীম। এই রাস্তায় যান চলাচল মসৃণ করাটাই লক্ষ্য ট্রাফিক বিভাগের। নিজস্ব চিত্র