দুয়ারে রেশন চালুর পরে কাকদ্বীপ মহকুমায় বেড়েছে গ্রাহকের সংখ্যা
বর্তমান | ০৭ জুলাই ২০২৫
সংবাদদাতা, কাকদ্বীপ: ২০২১ সালের নভেম্বর মাসে দুয়ারে রেশন চালু হওয়ার পর কাকদ্বীপ মহকুমাজুড়ে বেড়েছে গ্রাহকের সংখ্যা। অতীতে এই মহকুমায় ৮০ শতাংশ গ্রাহক রেশন তুলতেন। বর্তমান ১০০ শতাংশ গ্রাহকই ডিলারের কাছে গিয়ে রেশন সংগ্রহ করেন। অতীতে এই এলাকার গ্রামীণ অঞ্চলে রেশন সংগ্রহ করার ক্ষেত্রে বেশি সমস্যা হতো। কারণ গ্রামের সবচেয়ে দূরবর্তী এলাকার বাসিন্দারা ডিলারের কাছে এসে রেশন সংগ্রহ করতে চাইতেন না। কিন্তু দুয়ারে রেশন চালু হওয়ার পর এই সমস্যা কেটে গিয়েছে। এখন এই এলাকার সব বাসিন্দাই রেশন সংগ্রহ করছেন। বিশেষত কাকদ্বীপ ব্লক, বাজার এলাকার বাসিন্দারা দূরে ডিলারের কাছে গিয়ে রেশন তুলতে চাইতেন না। চাল ও গম বয়ে আনার ক্ষেত্রেও তাঁরা অনীহা দেখাতেন। কিন্তু দুয়ারে রেশন চালু হওয়ার পর থেকে তাঁরাই বাড়ির কাছ থেকে রেশন সংগ্রহ করছেন। এবিষয়ে মহকুমা প্রশাসনের খাদ্যবিভাগের এক আধিকারিক বলেন, দুয়ারে রেশন চালু হওয়ার পর থেকে এই এলাকার সব বাসিন্দাই রেশন সংগ্রহ করেন। বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষ্যেও রেশন থেকে চিনি, ছোলা ও ময়দা দেওয়া হয়। এখন রেশনের দেওয়া প্রতিটি দ্রব্যের গুণগত মানও অনেক ভালো।