• খানাখন্দে ভর্তি বনগাঁ-বাগদা সড়ক বাড়ছে ভোগান্তি, ক্ষোভ বাসিন্দাদের
    বর্তমান | ০৭ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, বনগাঁ: বর্ষার শুরুতেই বনগাঁ-বাগদা রাজ্য সড়কের কঙ্কালসার চেহারা বেরিয়ে এসেছে। রাস্তাজুড়ে বড় বড় গর্ত। যাতায়াত করা বাসিন্দাদের কাছে নরক যন্ত্রণায় পরিণত হয়েছে। মাঝেমধ্যে ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। ভাঙছে গাড়ির যন্ত্রাংশ। ঝুঁকি নিয়ে চলাচল করছেন সাধারণ মানুষ। প্রশাসনের দাবি, রাস্তা চলাচলের জন্য কোনওমতে সংস্কার করা হচ্ছে। তবে এখনই পূর্ণাঙ্গ সংস্কার সম্ভব নয়।

    বনগাঁ থেকে বাগদার দূরত্ব প্রায় ২৫ কিলোমিটার। তার মধ্যে প্রায় ২০ কিলোমিটার রাস্তা খানাখন্দে ভরা। বৃষ্টির জলে আরও খারাপ হয়েছে রাস্তার অবস্থা। এই রাস্তা দিয়েই বনগাঁ-বাগদা ও বনগাঁ-দত্তফুলিয়া রুটের বাস চলাচল করে। একাধিক রুটের অটো চলে এই পথ দিয়ে। বাগদার চাষীরা তাঁদের উৎপাদিত ফসল বনগাঁর হাটে আনতে গিয়ে রাস্তার কারণে সমস্যায় পড়ছেন। সমস্যায় পড়ছেন যানবাহন চালকরা। বাগদার হেলেঞ্চার বাসিন্দা ব্যবসায়ী সন্তু ঢালি বলেন, ‘ব্যবসার কারণে প্রতিদিন বনগাঁ আসতে হয়। রাস্তা খানাখন্দে ভরা। রাস্তাটি দ্রুত সংস্কারের প্রয়োজন।’ 

    কিছুদিন আগে সংস্কার হলেও রাস্তার পাশ দিয়ে পাইপ লাইনের কাজ হওয়ায় বিপত্তি বেড়েছে। পাইপ বসানোর পর কোনওমতে রাস্তা তাপ্তি দেওয়া হলেও বৃষ্টির জলে বড় বড় গর্ত দেখা দিয়েছে। বাসিন্দাদের দাবি, রাস্তা সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় কিছুদিনের মধ্যেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। রাস্তার গর্তে পড়ে ক্ষতি হচ্ছে গাড়ির যন্ত্রাংশের। অটোচালক ইসমাইল মণ্ডল বলেন, ‘বাগদা সড়কে অটো চালানো নরক যন্ত্রণার সমান। মাঝেমধ্যে ভাঙছে অটোর যন্ত্রাংশ। ভয়ে ভয়ে গাড়ি চালাতে হচ্ছে।’ এবিষয়ে পূর্তদপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বঙ্কিম মজুমদার বলেন, ‘রাস্তাটি সংস্কার শুরু হয়েছে। তবে এখনই পূর্ণাঙ্গ সংস্কার সম্ভব নয়। আগামীতে রাস্তা সম্প্রসারণ করা 

    হবে।’  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)