জেলার প্রথম মেটিরিয়াল টেস্টিং ল্যাবের উদ্বোধন চণ্ডীতলায়
বর্তমান | ০৭ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: হুগলি জেলার প্রথম মেটিরিয়াল টেস্টিং ল্যাবরেটরি চালু হল চণ্ডীতলা-১ ব্লকের মশাট গ্রাম পঞ্চায়েতে। চণ্ডীতলা-১-এর বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতির উদ্যোগে ওই ল্যাবরেটরির রূপায়ণ হয়েছে। এদিন ওই ল্যাবরেটরির উদ্বোধন করতে এসেছিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতির উদ্যোগের প্রশংসা করেন।
সম্প্রতি রাজ্যের পঞ্চায়েত সচিব পি উলগানাথন রাজ্যের সমস্ত জেলাকে ওই ল্যাবরেটরি তৈরির নির্দেশ দিয়েছিলেন। গ্রামের রাস্তা থেকে বাড়ি তৈরি– সমস্ত ক্ষেত্রেই উপাদান পরীক্ষা করার কাজে ওই ল্যাবরেটরি ব্যবহার করা হবে। অনেক ক্ষেত্রেই সিডিউল মেনে পঞ্চায়েতে রাস্তা তৈরি হয় না বলে অভিযোগ ওঠে। এবার সেই অভিযোগের সত্যতা যাচাই করা সহজ হবে। বিডিও দীপাঞ্জন জানা বলেন, ব্লকের সহায়তায় মশাট পঞ্চায়েতে ওই ল্যাবরেটরি তৈরি হয়েছে। গোটা ব্লকের সমস্ত পঞ্চায়েতই ওই ল্যাবেরটির ব্যবহার করতে পারবে। পঞ্চায়েত সমিতির সভাপতি মলয় খাঁ বলেন, খুব উল্লেখযোগ্য একটি কাজ ব্লকে হল। মূলত প্রশাসনিক উদ্যোগেই ওই প্রকল্পের রূপায়ণ সম্ভব হয়েছে।