• বাগনানে একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ
    বর্তমান | ০৭ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: একসঙ্গে চার শিশুর জন্ম দিলেন বাগনানের বীরকুলের বাসিন্দা সঙ্গীতা অধিকারী। শুক্রবার রাতে বাগনানের একটি নার্সিংহোমে ওই গৃহবধূ  চার সন্তানের জন্ম দেন। এর মধ্যে তিন কন্যাসন্তান ও এক পুত্রসন্তান। নার্সিংহোম সূত্রে খবর, সঙ্গীতাদেবীকে যখন প্রসবের জন্য এখানে ভর্তি করানো হয়, তখন তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এই অবস্থায় প্রসব হওয়ায় স্বাভাবিকভাবেই সদ্যোজাতরা অসুস্থ। তাদের শারীরিক অবস্থার অবনকি হওয়ায় কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তবে মা সুস্থ আছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে সঙ্গীতাদেবীর প্রসব যন্ত্রণা শুরু হলে পরিবারের লোকজন তাঁকে বাগনানের ওই নার্সিংহোমে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক অভিজিৎ মজুমদারের তত্ত্বাবধানে স্বাভাবিকভাবেই প্রথমে দুই কন্যা পরে এক পুত্র ও কন্যাসন্তানের জন্ম হয়। এই সদ্যোজাতরা ‘প্রিম্যাচিওর বেবি’। 

    সদ্যোজাতদের ওজন ৫৩০ থেকে ৭৫০ গ্রামের মধ্যে। সঙ্গীতাদেবী জানিয়েছেন, ৬ বছরের বিবাহিত জীবনে এই প্রথম সন্তান জন্ম দিলেন তিনি। একসঙ্গে ৪ সন্তান জন্মগ্রহণ করায় খুশি বাবা কার্তিক অধিকারী। তবে তাদের স্বাস্থ্য নিয়ে রয়েছে দুশ্চিন্তাও। তিনি বলেন, ‘আমাদের আর্থিক অবস্থা ভালো নয়। তাই সন্তানদের ভালো চিকিৎসা নিয়ে চিন্তায় আছি।’ 
  • Link to this news (বর্তমান)