• Live: স্পাই সন্দেহে ধৃত জ্যোতিকে প্রচারের জন্য বেছেছিল কেরালার পর্যটন দপ্তর, বিতর্ক
    এই সময় | ০৭ জুলাই ২০২৫
  • পাকিস্তানের স্পাই সন্দেহে গ্রেপ্তার হওয়া ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে নিযুক্ত করা হয়েছিল কেরালার পর্যটন শিল্পের প্রচারের জন্য। জানা গিয়েছে, কেরালার পর্যটন দপ্তরের পক্ষ থেকে ৪১ জন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে বেছে নেওয়া হয়েছিল। তাঁদের মধ্যে ছিলেন জ্যোতিও।

    বাড়ির দোরগোড়ায় গুলি করে খুন করা হয়েছিল বিহারের ব্যবসায়ী, বিজেপি নেতা গোপাল খেমকাকে। ঠিক সাত বছর আগে একই ভাবে প্রাণ নেওয়া হয় তাঁর ছেলেরও। কে বা কারা খেমকা পরিবারকে টার্গেট করছে? কেন পুলিশ এই অপরাধ ঠেকাতে ব্যর্থ হলো? উঠছে প্রশ্ন। সরব বিরোধীরাও। এরই মধ্যে গোপাল খেমকা হত্যাকাণ্ডে ব্রেক থ্রু পেল পুলিশ। জানা গিয়েছে, ৬ জুলাই গোপাল খেমকার শেষকৃত্যে উপস্থিত এক ব্যক্তিকে এই খুনের ঘটনায় যুক্ত থাকা সন্দেহে আটক করেছেন তদন্তকারীরা। আটক হওয়া ব্যক্তির নাম রোহন কুমার। তাঁর বাড়ি পাটনার পুনপুনে। ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

    BRICS গোষ্ঠীর সম্মেলন নিয়ে বিব্রত আমেরিকার প্রেসিডেন্ট? BRICS সম্মেলনে যোগ দেওয়া দেশগুলির উদ্দেশে ট্রাম্পের নয়া হুঁশিয়ারিতে শোরগোল আন্তর্জাতিক মহলে। আমেরিকা-বিরোধী BRICS নীতি মানলেই ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    দক্ষিণ কলকাতার আইনের কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তোলপাড় রাজ্যে। ওই ঘটনার জেরে সেই কলেজে পঠনপাঠন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। আর তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। আজ সেই কলেজ খুলে যাচ্ছে। কলেজ খোলার সিদ্ধান্ত নিয়েছেন সেখানকার কর্তৃপক্ষ।

    ফের নিম্নচাপের জেরে আজ, সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এ দিন বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। আগামী বুধ এবং বৃহস্পতিবার বৃষ্টিপাতের পরিমাণ আরও কমবে।

    ব্রিকস সামিটে যোগ দেওয়ার জন্য ব্রাজিলে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে গিয়ে ফের একবার সন্ত্রাসবাদে পাকিস্তানের মদত নিয়ে সরব তিনি। ব্যক্তিগত স্বার্থ বা রাজনৈতিক কারণে যাঁরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে এখনও রুখে দাঁড়াচ্ছেন না, তাঁদের ধিক্কার জানান মোদী।

  • Link to this news (এই সময়)