• রাজন্যার 'AI অশ্লীল ছবি' বিতর্ক: 'এতদিন চুপ ছিল কেন? দিদিকে বলতে পারত,' পাল্টা প্রশ্ন দুই প্রিয়দর্শিনীর
    আজ তক | ০৭ জুলাই ২০২৫
  • কসবা গণধর্ষণ কাণ্ড প্রকাশ্যে আসার পর বিস্ফোরক দাবি করেছেন তৃণমূল ছাত্র পরিষদের বহিষ্কৃত নেত্রী রাজন্যা হালদার। তাঁর বিকৃত ছবিও নাকি তৃণমূল ছাত্র পরিষদের মোবাইলে মোবাইলে ঘুরত। তাহলে এতদিন এই নিয়ে পুলিশে কেন কোনও অভিযোগ দায়ের করেননি রাজন্যা? কসবাকাণ্ডের পর তাঁর এই মুখ খোলা নিয়ে এই প্রশ্নই তুলছেন ফিরহাদ হাকিম ও অতীন ঘোষের কন্যারা।

    কী বলছেন দুই প্রিয়দর্শিনী?

    কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের কন্যা তথা তৃণমূল মহিলা কংগ্রেসের নেত্রী প্রিয়দর্শিনী ঘোষ সংবাদমাধ্যমে বলেন, 'এতদিন চুপ থেকে এখন কেন মুখ খুলছেন? এ তো ভয়ানক অভিযোগ। যদি হয়ে থাকে, তাহলে যে বা যারা ঘটিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। কী কারণে এতদিন চুপ থাকল, তা নিয়ে রাজন্যার উপরও রাগ হচ্ছে।' তাঁর সংযোজন, 'মেয়েটি জনপ্রিয় মুখ। একুশে জুলাইয়ের মঞ্চে বক্তৃতা করেছেন। দিদির বাড়িতে বিজয়া করতে গিয়ে তাঁকে সেখানে দেখেছি। যদি ব্যক্তিগতভাবে দিদিকে বলতেন, দিদি নিশ্চয় দেখতেন। কখনও কোনও মহিলা বিদ্বেষী কিছু দেখলে আমিও দলকে জানিয়েছি। সঙ্গে সঙ্গে পদক্ষেপ করা হয়েছে। আমাদের মতো মহিলাদের কাছে দিদি শেষ আশা ভরসা। দিদিকে চিঠি লিখলে কিংবা বললে আমার মনে হয় না মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে প্রশ্রয় দেবেন। এখনও FIR করেনি। দ্রুত আইনি পদক্ষেপ করা উচিত। নির্দিষ্টভাবে এই সময়টা বেছে নেওয়া, এই সময়টা আমাকে ভাবিয়ে তুলছে।'

    তবে কি তৃণমূলকে বিপাকে ফেলতেই রাজন্যা এধরনের মন্তব্য করছেন? জবাবে প্রিয়দর্শিনী ঘোষ বলেন, 'তৃণমূলকে বিপাকে ফেলার মতো ক্ষমতা রাজন্যার আছে বলে মনে হয় না।' সেক্ষেত্রে আইনি লড়াইয়ে তিনি কি রাজন্যার পাশে থাকবেন? প্রিয়দর্শিনীর উত্তর, 'রাজন্যা কি দলের পাশে থাকল, এই প্রশ্নটা আগে করা উচিত।'

    এই ইস্যু নিয়ে মুখ খোলেন আর এক প্রিয়দর্শিনীও। তিনি কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের কন্যা। প্রিয়দর্শিনী বলেন, ‘এটার বিষয়ে আমি ঠিক জানি না। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে খুবই নোংরা ঘটনা। এখন AI-এর যুগ। এটাকে ক্রাইম হিসাবে দেখতে হবে। দল হিসাবে দেখলে হবে না। মানুষের মধ্যে খারাপ ও ভাল দুই থাকে। সত্যি এই ঘটনা ঘটলে খুব খারাপ হয়েছে কিন্তু এটাকে পার্টির রং দেওয়া ঠিক নয়।’

    তৃণমূলে এমন মনোজিত অনেক রয়েছে, দাবি করেছিলেন রাজন্যা। সেই প্রসঙ্গে প্রিয়দর্শিনী বলেন, 'সমাজের মধ্যে এমন মনোজিত প্রচুর রয়েছে। আর সেই জন্যই আমরা অপরাজিতা বিল পাশ করার জন্য বারবার রাস্তায় নেমেছি।'

    কী অভিযোগ ছিল রাজন্যার?

    সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে এসে বিস্ফোরক দাবি করেন বহিস্কৃত তৃণমূল নেত্রী রাজন্যা। তিনি বলেন, 'AI দিয়ে আমার বিকৃত করা ছবি ছিল কসবাকাণ্ডের অভিযুক্তের মোবাইলে। সেই ছবি দেখানো হত জুনিয়রদের। ওই ছবি দেখে পৈশাচিক আনন্দ উপভোগ করত ওরা। আমি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলাম। ওই TMCP নেতার বিরুদ্ধে কথা বলার জন্য অপদস্থ হতে হয়েছে। বলা হচ্ছে, ২১-এ জুলাই বক্তৃতা দেওয়ার আগে আমি কোথায় কার সঙ্গে ছিলাম, কার সঙ্গে কী করেছি সেসব ফাঁস করে দেওয়া হবে।'
  • Link to this news (আজ তক)