• রাষ্ট্রপতির ‘মেল’ রাজ্যকে, বিজেপি নেতা ফের বিতর্কে
    আনন্দবাজার | ০৭ জুলাই ২০২৫
  • হিসাব বহির্ভূত সম্পত্তির অভিযোগ আগেই উঠেছিল রাজ্য বিজেপির নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের নামে। দলেরই ভিতর থেকে ওঠা সেই অভিযোগ অস্বীকার করে জগন্নাথ বলেছিলেন, প্রমাণের দায়িত্ব নিতে হবে অভিযোগকারীকেই। এ বার সেই অভিযোগের বিষয়ে রাষ্ট্রপতি ভবনের তরফে রাজ্যের মুখ্যসচিবকে পাঠানো ই-মেল প্রকাশ্যে এল। যেখানে বলা হয়েছে, অভিযোগের প্রেক্ষিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা অভিযোগকারীকেই জানিয়ে দিতে হবে। যদিও মেলে অভিযোগকারীর নাম উল্লেখ করা নেই! যার প্রেক্ষিতে পাল্টা প্রশ্ন তুলেছে বিজেপি।

    রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথের বিরুদ্ধে কিছু দিন আগে হিসেব বহির্ভূত সম্পত্তির অভিযোগে সরব হয়েছিলেন দলেরই এক জন। তিনি নিজেকে বিজেপি কর্মী পরিচয় দিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নড্ডাকেও মেল মারফত বিষয়টি জানিয়েছিলেন। সেই অভিযোগ পাঠানো হয়েছিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দফতরেও। প্রয়োজনীয় তদন্তের জন্য সেই অভিযোগ রাষ্ট্রপতির দফতর থেকে নবান্নে মুখ্যসচিবের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে, এমনই একটি মেল রবিবার প্রকাশ্যে এসেছে। রাজ্য প্রশাসনের কর্তারা কেউ মুখ খোলেননি। তবে ‘অভিযুক্ত’ পক্ষের দাবি, রাষ্ট্রপতি ভবনে যোগাযোগ করে জানা গিয়েছে, রাষ্ট্রপতি ওই মেল আইডি ব্যবহার করেন না। তিনি সাধারণত ব্যক্তিগত সচিবের মাধ্যমে যোগাযোগ করেন। সেই মেল আইডি আলাদা। জগন্নাথের বক্তব্য, দল এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করবে। প্রশ্নের জবাবে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেছেন, ‘‘আগে মুখ্যসচিবের মেলের প্রিন্ট-আউট নিয়ে আসুন। তার পরে উত্তর দেব!’’
  • Link to this news (আনন্দবাজার)