• ‘জলও নেই, পোনাও নেই’, বঙ্গ রাজনীতিতে ‘জল্পনা’র নয়া সংজ্ঞা দিলেন দিলীপ!
    প্রতিদিন | ০৭ জুলাই ২০২৫
  • বিধান নস্কর, দমদম: দিলীপ ঘোষ মানেই বঙ্গ রাজনীতির বর্ণময় চরিত্র, আবার তুমুল সমালোচিতও। বিশেষত লাগামছাড়া কথাবার্তা, বেফাঁস মন্তব্যের কারণে তাঁর কুখ্যাতিও কম নেই। এই মুহূর্তে দিলীপ ঘোষের রাজনৈতিক জীবন খানিকটা বাঁক-মোড়ের মধ্যে দিয়ে চলেছে। দলে গুরুত্ব কমেছে অনেকটা। কেরিয়ার সক্রিয় রাখতে কি তবে শিবির বদল করতে চলছেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি? এসব জল্পনা চলছে। রোজকার মতো সোমবারও নিউটাউনে প্রাতঃভ্রমণে বেরনো দিলীপ ঘোষকে এই প্রশ্ন করতেই একেবারে অভিনব জবাব শোনা গেল। বঙ্গ রাজনীতিতে ‘জল্পনা’ শব্দের এক নতুন সংজ্ঞা দিলেন তিনি! বললেন, ”আমার জলও নেই, পোনাও নেই। আমার রাজনীতি আছে।”

    ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস। প্রতি বছর তা পালিত হয় ধর্মতলার প্রকাশ্য মঞ্চে। যুব তৃণমূলের উদ্যোগে এই অনুষ্ঠানের মূল বক্তা থাকেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের এই হাইভোল্টেজ অনুষ্ঠানের মঞ্চে নানা সময়েই একাধিক চমক দেখা গিয়েছে। বিশেষত রাজনৈতিক ব্যক্তিত্বরা কেউ কেউ দলবদল করেছেন এই মঞ্চেই। এবার কি সংঘের অন্যতম সদস্য, ‘আদি’ বিজেপি নেতা দিলীপ ঘোষকে সেখানে দেখা যাবে? সোমবার সকালে নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণরত দিলীপকে এই প্রশ্নে ঘিরে ধরেছিলেন সাংবাদিকরা। তার জবাবেই তিনি বললেন, ”কোনও না কোনও মঞ্চে তো আমাকে দেখা যাবেই। আসুক না ২১ তারিখ। রাজনীতি জল্পনায় চলে। দেখা যাক না কী হয়। মানুষ কী জানতে চায় সেটাই আসল। জল্পনা দিয়েই অনেকের রাজনীতি হয়। আমার জলও নেই, পোনাও নেই। আমার রাজনীতি আছে।” এও বললেন, ”২১ জুলাইয়ের পর আর কোনও প্রশ্ন থাকবে না। সব প্রশ্নের সমাধান হয়ে যাবে।”

    দিলীপ ঘোষের এই বক্তব্য আরও বেশ কিছু ‘জল্পনা’ উসকে দিয়েছে অবশ্য। শিগগিরই আবার সক্রিয় হতে চলেছে তিনি, রয়েছে এই ইঙ্গিত। এমনিতেই রাজ্য বিজেপি সভাপতি বদলের পর সংগঠনে ‘আদি’দের গুরুত্ব বৃদ্ধির পথে হাঁটছে বঙ্গের পদ্ম ব্রিগেড। শমীক ভট্টাচার্যও দিলীপকে নিয়ে সাফ জানিয়েছেন, ”তাঁকে যখন যে কাজে লাগানোর কথা, দল সেই কাজেই লাগাবে। উনি ছিলেন, আছেন, থাকবেন। উনি কোথাও যাচ্ছেন না।” এরপর আবার রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি নিজেই নিশ্চিত করছেন, কোনও না কোনও মঞ্চে তাঁকে দেখা যাবে। সবমিলিয়ে কথার গতিপ্রকৃতি অনেকটাই ইঙ্গিত করছে, ছাব্বিশের আগে ফের ‘দাবাং’ রূপে ফিরতে চলেছেন দিলীপ ঘোষ।
  • Link to this news (প্রতিদিন)