• কারখানার ঠিকাদারকে ‘খুনের হুমকি’, আটক দুই নাবালক
    আনন্দবাজার | ০৭ জুলাই ২০২৫
  • ডোমজুড়ের তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষের অফিসের লোক বলে পরিচয় দিয়ে লজেন্স কারখানার শ্রমিকদের ঠিকাদারকে প্রাণে মারার হুমকি দিল দুই দুষ্কৃতী। সেই হুমকি ফোন শুক্রবার সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার পরে হাওড়ায় চাঞ্চল্য ছড়ায়। নগরপালকে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন বিধায়ক। তাঁর অভিযোগ, তাঁর নাম করে সমাজবিরোধীরা হুমকি দিয়েছে। সেই অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্ত দু’জনকে আটক করে ডোমজুড় থানায় নিয়ে আসে। পুলিশ জানিয়েছে, তারা দু’জনই নাবালক। জিজ্ঞাসাবাদের পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, হাওড়ার সলপ-১ পঞ্চায়েত এলাকার একটি লজেন্স কারখানার ৮-১০ জন শ্রমিক কয়েক মাস আগে বেশি রোজগারের আশায় একসঙ্গে অন্যত্র যোগ দেন। এর পরেই ওই কারখানার শ্রমিকদের ঠিকাদারকে বদল করে নতুন এক জনকে দায়িত্বে আনা হয়। মালিকের নির্দেশে তিনি ৮-১০ জন শ্রমিককে ওই কারখানায় নিয়োগ করেন। কিছু দিন পরে কাজ ছেড়ে যাওয়া শ্রমিকেরা ফের ওই কারখানায় কাজে যোগ দিতে চাইলে গোলমালের সূত্রপাত ঘটে। অভিযোগ, বার বার ফোন করে নতুন ঠিকাদারকে ব্যবসা গুটিয়ে বাড়ি ফিরে যেতে বলা হয়। এমনকি, তাঁকে খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। আতঙ্কিত বিশ্বনাথ পোল্লে নামে ওই ঠিকাদার বলেন, ‘‘আমার দক্ষিণ ২৪ পরগনার সাগরে বাড়ি। যে ভাবে ভয় দেখানো হয়েছে, তাতে এখানে আর থাকতে পারব বলে মনে হয় না। মালিকের কথা মতো আমি শুধু শ্রমিক সরবরাহ করেছিলাম। এটাই আমার অপরাধ।’’

    ডোমজুড়ের বিধায়কের দাবি, ‘‘যারা এ সব করেছে, তাদের আমি চিনি না, জানি না। কেন করল, বুঝতে পারছি না। বিরোধীদের চক্রান্তও হতে পারে। পুলিশকে বলেছি, কড়া ব্যবস্থা নিতে।’’ হাওড়া সিটি পুলিশের এক পদস্থ কর্তা বলেন, ‘‘অভিযুক্তদের তুলে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। লিখিত অভিযোগ পেলেই গ্রেফতার করা হবে।’’
  • Link to this news (আনন্দবাজার)