স্থানীয় সূত্রে খবর, রবিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ চুঁচুড়ার কাপাসডাঙ্গা সতীন সেন স্কুলের পাশের পুকুরে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় একটি চার চাকা গাড়ি। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, গাড়ির মালিক সুনীল শর্মা সে সময় তাঁর স্ত্রীকে গাড়ি চালানো শেখাচ্ছিলেন। কিন্তু কোনও ভাবে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পুকুরে পড়ে যায়। দম্পতি কোনও মতে গাড়ির দরজা খুলে বেরিয়ে আসেন। তাই তাঁরা প্রাণে বেঁচে গিয়েছেন। পরে ক্রেন নিয়ে এসে গাড়িটিকে জল থেকে তোলা হয়।
সুনীলের কথায়, ‘‘হঠাৎ একটি সাইকেল সামনে এসে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গিয়েছিল। তখনই গাড়িটি রাস্তা থেকে সরে গিয়ে বাঁধানো পুকুরের দিকে চলে যায়। পুকুরে গাড়ির সামনের দিকটা ঝুঁকে পড়েছিল। কয়েক মুহূর্তের মধ্যে গাড়িটি জলে পড়ে যায়। কোনও ভাবে গেট খুলে বেরিয়ে এসেছি।’’ রবিবার বিকেলে ক্রেনে করে গাড়ি তোলা দেখতে ভিড় জমে যায় এলাকার বাসিন্দাদের! তবে কাপাসডাঙ্গার মত জনবহুল এলাকায় দম্পতি বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ায় স্বস্তিতে সকলেই।