• মহিলা পুলিশের জন্য আসছে সুরক্ষা-বর্ম
    আনন্দবাজার | ০৭ জুলাই ২০২৫
  • মহিলা পুলিশকর্মী ও অফিসারদের নিরাপত্তার কথা মাথায় রেখে এ বার আধুনিক বডি প্রোটেক্টর বাবডি জ্যাকেট কিনতে চলেছে লালবাজার। বডি প্রোটেক্টর কেনার যাবতীয় প্রক্রিয়া ইতিমধ্যেইসম্পন্ন করেছেন পুলিশকর্তারা। তাঁদের আশা, পুজোর আগেই সেগুলি বাহিনীর হাতে চলে আসবে। এছাড়া, কলকাতা পুলিশের প্রতিটি থানার ওসি এবং অতিরিক্ত ওসিদেরও মজুত বডি প্রোটেক্টর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই মতো চলতি সপ্তাহেই কলকাতা পুলিশের উত্তর ডিভিশনের সমস্ত থানার আধিকারিদের ওই বডি প্রোটেক্টর দেওয়া হয়েছে।

    সূত্রের খবর, বডি প্রোটেক্টর হল এমন এক ধরনের সুরক্ষা-আবরণ, যা শরীরকে ইট বা পাথরের আঘাত থেকে রক্ষা করতে পারে। এ ছাড়া, আরও বিভিন্ন ধরনের হামলা বা আঘাত থেকে রক্ষা পেতে বডি প্রোটেক্টর কাজে আসে। বডি প্রোটেক্টরে দেহের ঊর্ধ্বাংশের সুরক্ষার পাশাপাশি হাতের সুরক্ষার জন্য আর্ম গার্ড এবং পায়ের জন্য লেগ গার্ড-ও থাকে। সেই সঙ্গে মাথা বাঁচাতে থাকে হেলমেট।

    এক পুলিশকর্তা জানান, প্রায় ৫০০টি নতুন বডি প্রোটেক্টর কেনা হচ্ছে। যার খরচ ধরা হয়েছে প্রায় ৬০ লক্ষ টাকা। দেহের ওইসুরক্ষা-বর্ম মূলত মহিলা পুলিশকর্মীদের জন্যই আনা হচ্ছে। ওই বডি প্রোটেক্টর এমন ভাবে তৈরি করা হয়েছে, যা সব ঋতুতেই হবে স্বস্তিদায়ক। গ্রীষ্ম, শীত বা বর্ষায় অস্বস্তির কারণ হয়ে উঠবে না পুলিশকর্মীদের কাছে। উল্লেখ্য, কিছু দিন আগেই কলকাতার নগরপাল বলেছিলেন, বিক্ষোভ বা গন্ডগোল সামলাতে যাওয়ার সময়ে পুলিশকর্মীরা যেন সুরক্ষার সব সরঞ্জাম নিয়ে যান।

    পুলিশ জানিয়েছে, কিছু দিন আগেও দেহের ওই সুরক্ষা-বর্ম কেনা হয়েছিল লালবাজারের তরফে। যা থানার আধিকারিকদের দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নিনানা কারণে। এ বার ওই সুরক্ষা-বর্মগুলি থানার আধিকারিকদের হাতে তুলে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। নতুন করে যে সমস্ত বডি প্রোটেক্টর কেনা হচ্ছে, সেগুলি মূলত মহিলাদের দেওয়া হবে বলেই ঠিক হয়েছে।

    লালবাজার সূত্রের খবর, কলকাতা পুলিশকে মাঝেমধ্যেই হিংসাত্মক বিভিন্ন আন্দোলন বা রাজনৈতিক কর্মসূচির মোকাবিলা করতে হয়। তাতে অনেক ক্ষেত্রেই ইট বা পাথরের আঘাতে জখম হন পুলিশকর্মীরা। গত কয়েক বছরে বিভিন্ন রাজনৈতিক দলেরবিক্ষোভ সামলাতে গিয়ে পুলিশের ৫০ জনেরও বেশি কর্মী এবং অফিসার জখম হয়েছেন। কিছু দিন আগে রবীন্দ্রনগর-নাদিয়ালএলাকায় গোলমাল ঠেকাতে গিয়েও জখম হয়েছেন বেশ কয়েক জন পুলিশকর্মী। মূলত এ সব ক্ষেত্রে ইটবৃষ্টি বা পাথরের আঘাত থেকে নিজেদের বাঁচাতেই ওই বডি প্রোটেক্টর প্রয়োজন বলে পুলিশের একাংশ জানিয়েছেন।
  • Link to this news (আনন্দবাজার)