• শান্তনুর সদস্যপদ খারিজ
    আনন্দবাজার | ০৭ জুলাই ২০২৫
  • ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের কলকাতা শাখা থেকে প্রাক্তন সাংসদ শান্তনু সেনের সদস্যপদ খারিজ করা হল। শনিবার আইএমএ-র কলকাতা শাখার সম্পাদক শিল্পা বসু রায়ের জারি করা সাসপেনশনের ওই চিঠি শান্তনুকে পাঠানো হয়। শান্তনু বলেন, ‘‘সাসপেনশনের কথা আমি জানার আগেই বাইরে বলা হল। ফের সম্মানহানি করা হল। আর রাজ্য সম্পাদককে কখনও অন্য সদস্য নিলম্বিত করতে পারেন না।’’ তাঁর অভিযোগ, সুদীপ্ত রায় বয়সের ভারে প্রতিহিংসাপরায়ণ হয়ে অনৈতিক কাজ করছেন। তাঁর মেয়ে শিল্পাকে আইএমএ-র নবীন সদস্য বলে দাবি করে শান্তনু বলেন, ‘‘তিনিও অজ্ঞতার কারণে আইএমএ-তে বসে একের পর এক অনৈতিক কাজ করছেন।’’
  • Link to this news (আনন্দবাজার)