হাইকোর্টে স্বস্তি চিকিৎসক শান্তনু সেনের। শান্তনুর রেজিস্ট্রেশন বাতিলের নির্দেশ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। চিকিৎসক শান্তনু সেনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল গত সপ্তাহে যে নির্দেশ দিয়েছিল, সোমবার তা খারিজ করে দেন বিচারপতি অমৃতা সিনহা। আদালতের পর্যবেক্ষণ, কী কারণে রেজিস্ট্রেশন বাতিল করা হলো, কাউন্সিলের তা জানানো উচিত ছিল। বিচারপতি জানান, মেডিক্যাল কাউন্সিল চাইলে নতুন করে প্রক্রিয়া শুরু করে ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
সবিস্তারে আসছে