• স্বামীকে খুঁজতে বেরিয়ে কী ভাবে মৃত্যু মহেশতলার মহিলা নার্সের? প্রাথমিক ময়নাতদন্তে মিলল উত্তর
    এই সময় | ০৭ জুলাই ২০২৫
  • মহেশতলার পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের নারায়ণতলা এলাকায় এক মহিলা নার্সের রহস্যজনক মৃত্যু। রবিবার থেকেই এই ঘটনায় চাঞ্চল্য এলাকায়। গলায় ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার হয় মহিলার মৃতদেহ। তাঁর নাম শিল্পী বিবি। মৃত্যুর কারণ নিয়ে প্রথমে ধোঁয়াশা থাকলেও ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ওই মহিলাকে খুন করা হয়েছে। এখনও পর্যন্ত ওই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই নিহতের স্বামী এবং এক প্রতিবেশীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

    স্বামীকে রাতে খুঁজতে বেরিয়েই এই পরিণতি ওই মহিলার বলে খবর। পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে শিল্পীর স্বামী বাড়ি ফেরেননি। এরপরই চিন্তিত হয়ে পড়েন ওই মহিলা। বেশি রাতে তাঁর ফোনে একটি কল আসে। ফোনের অন্য প্রান্তে কেউ জানায়, তাঁর স্বামীকে কেউ মারধর করছে। এই খবর শুনেই উদ্বিগ্ন হয়ে রাত প্রায় দুটো নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যান ওই মহিলা। এরপরেই ঘটনার মোড় ঘুরে যায়।

    রাত পেরিয়ে সকালেও শিল্পী বাড়ি না ফেরায় চিন্তায় পড়ে যান পরিবারের বাকিরা। বাড়িতে ফিরে আসেন তাঁর স্বামী। তাতে আরও উদ্বিগ্ন হয়ে পরিবারের সকলে খোঁজাখুঁজি করতে বের হতেই বাড়ির কাছে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় ওই নার্সের মৃতদেহ। ঘটনাস্থলে রক্তের দাগ ও আশপাশ থেকে সংগ্রহ করা কিছু নমুনা দেখে ওই মহিলা খুন হয়েছেন বলেই অনুমান পুলিশের। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টও সেই তথ্যকেই সমর্থন করছে।

    শিল্পীর ফোনে আসা কলটি ফাঁদ ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ। কে বা কারা ফোন করেছিল তার তদন্ত চলছে। প্রশ্ন উঠছে, বাড়ির এত কাছেই ওই নার্স খুন হলেন। ঘটনা কারও নজরে এল না কেন? কী কারণে শিল্পী বিবিকে খুন তার সব সম্ভাবনাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ এই বিষয়ে নিহতের স্বামীর থেকে বিস্তারিত জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করছে। নার্সের সঙ্গে কারও পুরোনো শত্রুতা ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

  • Link to this news (এই সময়)