পঞ্চায়েত প্রধানের পদ হারিয়েছেন স্ত্রী, রাগে বিপজ্জনক আগ্নেয়াস্ত্রের কারবার শুরু করল স্বামী...
আজকাল | ০৭ জুলাই ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানা এলাকায় এক আগ্নেয়াস্ত্র কারবারির কাছে অত্যাধুনিক একটি দেশি কার্বাইন বিক্রি করতে গিয়ে রবিবার রাতে জেলা পুলিশের হাতে ধরা পড়ল এক কুখ্যাত দুষ্কৃতী। থানা সূত্রে জানা গিয়েছে, ওই দুষ্কৃতির নাম শাহজামাল শেখ (৫৫)। বাড়ি হরিহরপাড়া থানার অন্তর্গত কান্দিপাড়া গ্রামে। ধৃতের থেকে পুলিশ একটি অত্যাধুনিক দেশি কারবাইন, এক রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করেছে। অভিযুক্তের ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন করে সোমবার তাকে বহরমপুর আদালতে পেশ করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কান্দিপাড়া এলাকার বাসিন্দা শাহজামাল শেখের স্ত্রী বেশ কয়েক বছর আগে হরিহরপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হয়েছিলেন। স্ত্রী পদ হারানোর পর থেকে শাহজামাল বিভিন্ন রকম অপরাধমূলক কাজকর্মে জড়িয়ে পড়েছিলেন বলে স্থানীয়দের অভিযোগ। মাঝেমধ্যেই তার বিরুদ্ধে গোপনে আগ্নেয়াস্ত্র পাচার করার অভিযোগ পুলিশের কাছে সম্প্রতি আসছিলো।
হরিহরপাড়া থানার এক আধিকারিক জানান, রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি দল স্বরূপপুর এলাকায় অভিযান চালায়। সেখানে এক আগ্নেয়াস্ত্র কারবারির কাছে ওই কারবাইনটি বিক্রি করতে যাওয়ার সময় হাতেনাতে শাহজামালকে পাকড়াও করে পুলিশ। পুলিশ সূত্রের খবর ধৃতের কাছ থেকে যে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার হয়েছে তার ম্যাগাজিনে একসঙ্গে দশটির বেশি গুলি রাখা সম্ভব।
হরিহরপাড়া তৃণমূল বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার চেয়ারম্যান নিয়ামত শেখ বলেন,' ওই ব্যক্তির স্ত্রী একসময় তৃণমূলের প্রধান থাকলেও বর্তমানে তাদের সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। ওই ব্যক্তি আগ্নেয়াস্ত্র কারবারের সঙ্গে যুক্ত থাকলে পুলিশ তার বিরুদ্ধে যথাযথ আইননানুগ ব্যবস্থা নেবে। আমরা এই বিষয়ে কোনও রকম হস্তক্ষেপ করব না।'
অন্য একটি ঘটনায় রবিবার রাতে কান্দি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রামজালা মাঠ এলাকা থেকে এক ব্যক্তিকে দুটি দেশি বন্দুক এবং দু'রাউন্ড গুলি-সহ গ্রেপ্তার করল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম শামিম শেখ (২৩) । তার বাড়ি খড়গ্রাম থানার অন্তর্গত মণ্ডলপুর -ফকিরপাড়া গ্রামে। অভিযুক্ত কোথা থেকে দেশি বন্দুক দুটি পেয়েছিল পুলিশ তা খতিয়ে দেখছে।