• ভোগান্তির শেষ নেই, ২ ঘণ্টায় ৭ জেলা প্রবল বৃষ্টিতে ভাসবে, মৎস্যজীবীদের জন্য বড়সড় সতর্কতা জারি...
    আজকাল | ০৭ জুলাই ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: আবারও নিম্নচাপের ভ্রুকুটি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপের জেরে আবারও ঘনালো দুর্যোগের কালো মেঘ। এই নিম্নচাপ আগামী দু'দিনে ক্রমশ সরবে ঝাড়খন্ড এবং ছত্তিশগড়ের দিকে। নিম্নচাপের জেরে উত্তাল থাকবে সমুদ্র। আজ ও আগামিকাল, মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

    আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবার দুপুর ১টা ৫০ মিনিটের পর আগামী দু'-তিন ঘণ্টায় নদিয়া, উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সাত জেলাতেই জারি রয়েছে হলুদ সর্তকতা। 

    আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। আগামিকাল, মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে শুধুমাত্র পুরুলিয়া ও ঝাড়গ্রামে। বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ১২ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

    অন্যদিকে আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কমবে। বুধবার আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 
  • Link to this news (আজকাল)