সাতসকালে রাস্তায় উল্টে গেল গেল বাস! আহত ৩০ যাত্রী, গুরুতর জখম ৬
বর্তমান | ০৭ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: সোমবার সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে উল্টে গেল যাত্রী বোঝাই বাস। জখম হয়েছেন ৩০ থেকে ৪০ জন যাত্রী। তাঁদের মধ্যে বেশ কয়েক জনের আঘাত গুরুতর। কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত রোড স্টেশন সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, বাসটি বর্ধমান থেকে কৃষ্ণনগরের দিকে আসছিল। বাসচালক পলাতক।
প্রত্যক্ষদর্শীদের মতে, রাস্তায় একটি বাম্পার পার হওয়ার সময় বাসটির সামনের চাকায় সমস্যা দেখা দেয়। ফলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। যাত্রীদের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। শুরু হয় উদ্ধারকাজ। খবর পেয়ে দ্রুত পুলিসও ঘটনাস্থলে আসে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তাঁদের মধ্যে ৬ জনের আঘাত গুরুতর। আহতদের শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসা চলছে। দুর্ঘটনার জেরে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়েছে।
নবদ্বীপের এক আহত যাত্রী অসীমা মোদক বলেন, ‘আমি কৃষ্ণনগর যাচ্ছিলাম। হঠাৎই বাসটা উল্টে গেল। আমার স্বামী দাঁড়িয়ে ছিলেন। বাস উল্টে যাওয়ায় লোকজন হুড়মুড়িয়ে পড়ে।’ স্থানীয় বাসিন্দা অর্জুন কীর্তনিয়া জানিয়েছেন, এই এলাকায় এমন দুর্ঘটনা লেগেই থাকে।