• আজ সকাল থেকে ভিজছে শহর, জানুন আবহাওয়ার সর্বশেষ আপডেট
    বর্তমান | ০৭ জুলাই ২০২৫
  • কলকাতা: নিম্নচাপের জেরে গত কয়েকদিন থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হচ্ছে। সেই ধারা অব্যাহত সোমবারও। এদিনও জেলায় জেলা থেকে বৃষ্টির খবর পাওয়া গিয়েছে। ব্যতিক্রম নয় কলকাতা। সপ্তাহের প্রথম কাজের দিনে সকাল থেকে আকাশ মেঘলা করে বৃষ্টি হচ্ছে শহরে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। বৃষ্টির জেরে শহরে সর্বোচ্চ তাপমাত্রা বেশ কিছুটা কমেছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা নথিভুক্ত হয়েছে ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৭ ডিগ্রি কম। এদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি সেলসিয়াস কম।

     আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গে সৃষ্ট নিম্নচাপটি দিন দুয়েকের মধ্যে ঝাড়খণ্ড-ছত্তিশগড়ের দিকে সরে যাবে। যার ফলে আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা কিছুটা কমবে। দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এদিকে আজ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। হিমালয় লাগোয়া দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলার কোনও কোনও জায়গায় মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)