ভুয়ো পুলিশ কনস্টেবলের পর এবার ধরা পড়লেন এক ভুয়ো আইপিএস অফিসার। উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানা এলাকার দুই যুবতীকে সরকারি চাকরি দেওয়ার নাম করে প্রায় সাড়ে ১৩ লক্ষ টাকার প্রতারণার অভিযোগে নিউটাউন এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম রণজয় চট্টোপাধ্যায়, বয়স ২৭। যদিও বিভিন্ন সময় তিনি নিজেকে ‘সুস্মিত সেন’ নামেও পরিচয় দিতেন। বসিরহাট মহকুমার হাড়োয়া থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
রণজয় নিজেকে আইপিএস অফিসার পরিচয় দিয়ে সমাজমাধ্যমে ও সরাসরি দেখা করে বিভিন্ন যুবতীর সঙ্গে আলাপ করতেন। বন্ধুত্ব গড়ে তোলার পরে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করতেন। হাড়োয়া থানা এলাকার দুই তরুণীর কাছ থেকে তিনি প্রায় সাড়ে ১৩ লক্ষ টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ। চাকরির কোনও অগ্রগতি না হওয়ায় সন্দেহ দানা বাঁধে তাঁদের। এরপর দুই তরুণী থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ নিউটাউন এলাকা থেকে অভিযুক্তকে পাকড়াও করে।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, অভিযুক্ত নারায়ণপুর এলাকার বাসিন্দা এবং তাঁর বিরুদ্ধে একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে। তিনি নীলবাতি লাগানো গাড়ি ব্যবহার করতেন, যাতে নিজের পরিচয়কে আরও বিশ্বাসযোগ্য করে তোলা যায়। বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করে একাধিক নারীর সঙ্গে সম্পর্ক তৈরি করে আর্থিকভাবে ঠকিয়েছেন বলেও অভিযোগ। বসিরহাট জেলা পুলিশের সুপার হোসেন মেহেদি হাসান বলেন, ‘অভিযুক্তকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এই প্রতারণা চক্রে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’ সোমবার ধৃতকে বসিরহাট আদালতে তোলা হয়।