• নার্সিংহোমে ‘দাদাগিরি’র ঘটনায় আগাম জামিন কৌস্তভ বাগচীর
    প্রতিদিন | ০৭ জুলাই ২০২৫
  • অর্ণব দাস, বারাকপুর: নার্সিংহোমে ‘দাদাগিরি’র ঘটনায় থানায় হাজিরার আগে বারাকপুর আদালতে আগাম জামিন পেলেন কৌস্তভ বাগচী। ইতিমধ্যে পরপর দু’বার তাঁকে থানায় তলব করে নোটিস দিয়েছে পুলিশ। প্রথমবার গত শুক্রবার তলব করা হয়েছিল তাঁকে। সেবার অবশ্য হাজিরা দেননি বিজেপি নেতা। সে কারণে দ্বিতীয়বার আগামী মঙ্গলবার তাঁকে থানায় তলব করা হয়। তবে তার আগে সোমবার আগাম জামিনের আবেদন করেন কৌস্তভ।

    গত ১ জুলাই, বারাকপুরের ওয়ারলেস মোড সংলগ্ন বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যুর ঘটনায় বিজেপি নেতা কৌস্তভ বাগচীর বিরুদ্ধে আঙুল উঁচিয়ে চিকিৎসকদের হুমকি, শাসানোর অভিযোগ ওঠে। ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তার ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বেসরকারি হাসপাতালে শুধু বিজেপি নেতা নন, আরও অনেকে উত্তেজনা ছড়িয়েছিল বলেও অভিযোগ উঠেছিল। তদন্তে নেমে কৌস্তভ-সহ আরও একজনকে চিহ্নিত করা হয় বলেই খবর।

    এই ঘটনার প্রতিবাদে বারাকপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের ওল্ড ক্যালকাটা রোড সংলগ্ন কৌস্তভের বাড়ির এলাকায় একাধিকবার বিক্ষোভ দেখায় তৃণমূল। বিজেপি নেতার দাবি, বাড়ি ঘেরাও করা হয়েছে। যদিও সে অভিযোগ খারিজ করেছে শাসক শিবির। তাদের দাবি, বাড়ি ঘেরাওয়ের কোন ঘটনা ঘটেনি। বিজেপি নেতা চিকিৎসকদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে হেনস্তা করেছেন। গণতান্ত্রিক পন্থায় তার প্রতিবাদ জানানো হয়েছে। কৌস্তভ বাগচী জানান, “চিকিৎসক সমাজ যেন আমাকে ভুল না বোজে। ডাক্তারদের প্রতি আমার কোনও অভিযোগ নেই। নির্দিষ্ট ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ ও আরএমওর বিরুদ্ধে আমি কথা বলেছি। যারা বিক্ষোভ দেখাল, তারা ওই নার্সিংহোমে গেলে সঠিক পরিষেবা পাবে তো?” যদিও কৌস্তভের পালটা কোনও প্রতিক্রিয়া শাসক শিবিরের তরফে পাওয়া যায়নি।
  • Link to this news (প্রতিদিন)