• ধস নেমে শিলিগুড়িতে বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, আটকে নিত্যযাত্রী-পর্যটকরা
    প্রতিদিন | ০৭ জুলাই ২০২৫
  • বিশ্বজ্যোতি ভট্টাচার্য, শিলিগুড়ি: আচমকা পাহাড় বেয়ে নেমে এল একের পর এক বিশাকার পাথর। উপর থেকে নেমে আসা পাথরের আঘাতে দুর্ঘটনাগ্রস্ত একটি পর্যটকবোঝাই গাড়ি। ফের ধস নেমে বিপর্যস্ত শিলিগুড়ি-সিকিম সড়কপথে যোগাযোগ। বন্ধ রয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। আজ, সোমবার সকালে বাগপুলের কাছে এই ধস নেমেছে। জাতীয় সড়ক বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকরা।

    বর্ষা শুরুর আগেই পাহাড়ের একাধিক জায়গায় ধস নামতে শুরু করেছে। গত কয়েক ধরে সিকিমের বিভিন্ন জায়গা ধসে বিধ্বস্ত। প্রবল বৃষ্টিতে বহু জায়গাতেই রাস্তা কার্যত উধাও হয়ে যায়। নতুন রাস্তা তৈরির কাজে হাত লাগিয়েছিল সেনাবাহিনী। খারাপ আবহাওয়ার জেরে ফের রাস্তায় ধস নামতে পারে। সেই আশঙ্কার কথাও জানানো হয়েছিল। এদিন সকালে ফের ধস নামল শিলিগুড়ি-সিকিম সড়ক যোগাযোগের লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়কে।

    জানা গিয়েছে, ওই রাস্তা দিয়ে গাড়ি যাতায়াত করছিল। হঠাত করেই হুড়মুড়িয়ে উপর থেকে বিশালকার পাথর ভেঙে নেমে আসে। একটি বড় পাথর গড়িয়ে গাড়ির উপরেও পড়ে। সেই গাড়িটির সামনে অংশ দুমড়েমুচড়ে যায়। চালক ও অন্যান্য যাত্রীরা ঘটনায় জখম হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। ধস নেমে ওই এলাকার জাতীয় সড়ক সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে রাস্তার দু’দিকেই সার দিয়ে দাঁড়িয়ে পড়ে গাড়ি। ক্রমে সেই গাড়ির লাইন আরও লম্বা হয়।

    এই রাস্তা দিয়ে চলাচলকারী যাত্রী এবং পর্যটকদের সাবধানতা অবলম্বন করার জন্য প্রশাসনের তরফে পরামর্শ দেওয়া হচ্ছে। শুধু সিকিম নয়। কালিম্পংয়ের যাত্রীরাও বিপাকে পড়েছেন। বন্ধ হয়েছে পণ্য পরিবহন। জাতীয় সড়ক কর্তৃপক্ষ পাথর সরানোর কাজ শুরু করেছে। রোদ-বৃষ্টি চলার কারণে এত বড় মাপের পাথরের চাই ধসে নেমেছে। এমনই মনে করা হচ্ছে। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।
  • Link to this news (প্রতিদিন)