• SSCর নিয়োগপ্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না চিহ্নিত অযোগ্যরা: হাইকোর্ট
    হিন্দুস্তান টাইমস | ০৭ জুলাই ২০২৫
  • সুপ্রিম কোর্টে নির্দিষ্টভাবে অযোগ্য প্রমাণিতরা ২০২৫এর SSCর নিয়োগপ্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। সোমবার এক রায়ে জানাল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এই রায় রাজ্য সরকারের জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিমের দাবি, ফের পিছনের দরজা দিয়ে অযোগ্যদের নিয়োগ করতে এই পদক্ষেপ করেছিল রাজ্য সরকার। আদালত বুঝতে পেরে তা খারিজ করে দিয়েছে।

    ২০২৫এর SSCর নিয়োগ বিজ্ঞপ্তিতে চিহ্নিত অযোগ্যদের অংশগ্রহণে কোনও বিধিনিষেধ আরোপ করেনি SSC. এই অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন যোগ্য চাকরিহারারা। সোমবার কলকাতা হাইকোর্টে সেই মামলার শুনানি হয়। শুনানিতে রাজ্য সরকার ও SSCর পক্ষে সওয়াল করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সওয়ালে তিনি দাবি করেন, অযোগ্যরা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না এমন কোনও নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট। এমনকী অভিজ্ঞতার ভিত্তিতে বাড়তি নম্বর দেওয়া যাবে না এমন কোনও নির্দেশও দেয়নি তারা।

    যদিও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যুক্তি গ্রহণযোগ্য মনে হয়নি বিচারপতি ভট্টাচার্যের। অযোগ্যদের নিয়োগপ্রক্রিয়ায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করেছেন তিনি। ইতিমধ্যে যে অযোগ্যরা নিয়োগপ্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন সেই আবেদন বাতিল বলে গণ্য করতে হবে। তবে অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত নম্বর দেওয়ার বিষয়টি নীতিগত সিদ্ধান্ত বলে উল্লেখ করে এব্যাপারে হস্তক্ষেপ করতে অস্বীকার করেন তিনি।

    এদিনের রায়ের পর মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিম বলেন, রাজ্য সরকার অযোগ্যদের বাঁচাতে মরিয়া। তাই সুপ্রিম কোর্টের রায় অগ্রাহ্য করে অযোগ্যদের পরীক্ষায় বসার সুযোগ দিয়েছেন। যাতে পিছনের দরজা দিয়ে তাদের ফের নিয়োগ করা যায়।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)